প্রথম স্থানেই বছর শেষ বেলজিয়ামের, কোথায় দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দল?
বছর শেষের ক্রম তালিকা প্রকাশ করল ফিফা। তাতে প্রাধান্য কায়েম থাকল বেলজিয়ামের। হাড্ডাহাড্ডি লড়াই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ব্রাজিলের মধ্যেও। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে গেলেও বছর শেষে ফিফা ক্রম তালিকার দিকে তাকিয়ে কিছুটা হলেও আনন্দ পাবে ভারতীয় ফুটবল দল। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

শীর্ষ বেলজিয়াম, দ্বিতীয় ফ্রান্স
বছর শেষে ফিফা ক্রম তালিকায় নিজেদের প্রাধান্য ধরে রাখল বেলজিয়াম। ১৭৮০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ডি ব্রুইন, ভিনসেন্ট কোম্পানির দল। ২০১৮ সাল থেকে একই স্থানে অবস্থান করছেন রোমেলু লুকাকুরা। ১৭৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড
শেষ হতে চলা বছরে বিভিন্ন প্রতিযোগিতায় ব্রাজিলের পারফরম্যান্স ফুটবল প্রেমীদের নজর কেড়েছে। সেই সৌজন্যে ফিফা ক্রম তালিকায় তৃতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে নেইমার, কুটিনহোর দেশ। তাদের পয়েন্ট ১৭৪৩। ১৬৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হ্যারি কেনের ইংল্যান্ড। পঞ্চম স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট ১৬৬২।

প্রথম দশে মেক্সিকো
ফিফা প্রকাশিত বছর শেষের ক্রম তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ১৬৪৫। সপ্তম স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৬৪২। ১৬৩৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে উরুগুয়ে। বছর শেষের ক্রম তালিকার প্রথম দশে মেক্সিকোর অন্তর্ভূক্তিকে বড় করে দেখছেন ফুটবল প্রেমীরা। ১৬৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে এই দেশ। দশম স্থানে থাকা ইতালির পয়েন্ট ১৬২৫।

কোথায় দাঁড়িয়ে ভারত
বছর শেষের ফিফা ক্রম তালিকা দেখে খুশি হবেন ভারতীয় ফুটবল প্রেমীরা। কেনিয়ার সঙ্গে যৌথভাবে ১০৪-এ অবস্থান করছেন সুনীল ছেত্রীরা। পয়েন্ট ১১৮৭। এশিয় বিভাগে ভারতীয় ফুটবল অবস্থান করছে ১৯তম স্থানে।
