For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনভিজ্ঞ জাপানকে উড়িয়ে রুদ্ধশ্বাস জয় 'কালো ঘোড়া' বেলজিয়ামের

অনভিজ্ঞতাই জাপানকে হারিয়ে দিল বেলজিয়ামের বিপক্ষে। ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ হেরে বিদায় নিল এশিয়ার শেষ আশা জাপান।

  • |
Google Oneindia Bengali News

অনভিজ্ঞতাই জাপানকে হারিয়ে দিল বেলজিয়ামের বিপক্ষে। ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ হেরে বিদায় নিল এশিয়ার শেষ আশা জাপান। টুর্নামেন্ট শুরু আগে সকলেই বেলজিয়ামকে কালো ঘোড়া বলে চিহ্নিত করেছিলেন। ফিফা ক্রমতালিকায় তিন নম্বরে থাকা দলটি এবারে বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার বলে অনেকরই মত ছিল। গ্রুপ স্টেজে সবকটি ম্যাচ জিতে শেষ ১৬-য় ওঠার পরে প্রতিপক্ষ ছিল জাপান।

অনভিজ্ঞ জাপানকে উড়িয়ে রুদ্ধশ্বাস জয় কালো ঘোড়া বেলজিয়ামের

অনেকেই ভেবেছিলেন, এশীয় ফুটবলের একমাত্র প্রতিনিধি জাপান একেবারে উড়ে যাবে বেলজিয়ামের কাছে। তবে তা হয়নি। বরং হন্ডা, তাকাশিরা সমানে সমানে লড়লেন।

প্রথমার্ধ গোলশূন্য ছিল।। বেলজিয়াম অনেকগুলি গোলমুখী আক্রমণ করেছিল। তবে জাপান দারুণ ডিফেন্স করে আটকে দেয়। গোলকিপার কাওয়াশিমা দারুণ কয়েকটি সেভ করেন।

তবে দ্বিতীয়ার্ধে নেমেই অন্য জাপানকে দেখা যায়। বেলজিয়াম মাঝমাঠের দখল নেওয়ার আগেই ৪৭ মিনিটে জাপানকে গোল করে এগিয়ে দেন ৮ নম্বর জার্সিধারী হারাগুচি। তার পাঁচ মিনিট পরে ৫২ মিনিটে তাকাশি ইনুই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ২-০ করে ফেলেন।

সেইসময়ে জাপানের আক্রমণ দেখে দিশেহারা হয়ে যায় বেলজিয়াম। তবে এখানে কিছুটা ধরে খেলার পরিবর্তে জাপান ডিফেন্স মজবুত করতে ভুলে গিয়েছিল। যার সুযোগে পরপর আক্রমণ তুলে আনতে থাকে বেলজিয়াম। আর সেই করতে গিয়েই ৬৯ মিনিটের হেড করে বেলজিয়ামের হয়ে গোল করে যান জ্যান ভারটোনগেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/BELJPN?src=hash&ref_src=twsrc%5Etfw">#BELJPN</a> 2-2 | Can <a href="https://twitter.com/hashtag/BEL?src=hash&ref_src=twsrc%5Etfw">#BEL</a> do it? <a href="https://t.co/BuiLDycxjW">pic.twitter.com/BuiLDycxjW</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1013870014502404097?ref_src=twsrc%5Etfw">July 2, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তারপরে ৭৪ মিনিটের মাথায় কর্ণারে মাথা ছুঁইয়ে ২-২ সমতা ফেরান ফেলাইনি। ব্যস, এখানেই জাপানের মতো অনভিজ্ঞ দল খোলসে ঢুকে পড়ে। আর বেলজিয়াম আক্রমণের পর আক্রমণ শানাতে থাকে। মাঝে একবার-দু'বার জাপান আক্রমণে গেলেও লাভ হয়নি। শেষ মুহূর্তে ৯৪ মিনিটের মাথায় এভাবেই জাপানের আক্রমণকে প্রতিহত করে প্রতি আক্রমণে গোল করে যান বেলজিয়ামের পরিবর্ত খেলোয়াড় ন্যাসের চ্যাডলি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">That second half. Incredible. <br><br>It is <a href="https://twitter.com/hashtag/BEL?src=hash&ref_src=twsrc%5Etfw">#BEL</a> who will face <a href="https://twitter.com/hashtag/BRA?src=hash&ref_src=twsrc%5Etfw">#BRA</a> in the quarter-finals! <a href="https://twitter.com/hashtag/BELJPN?src=hash&ref_src=twsrc%5Etfw">#BELJPN</a> <a href="https://t.co/CCnvXROiKu">pic.twitter.com/CCnvXROiKu</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1013873931281993729?ref_src=twsrc%5Etfw">July 2, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আর এভাবেই ফের একবার জাপানের প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন অপূর্ণ থেকে গেল। বেলজিয়াম এবার কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিলের বিরুদ্ধে।

English summary
Belgium beat Japan in a 3-2 goal thriller to face Brazil in quarter final of Fifa World Cup 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X