For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro Cup: বেলজিয়ামের সঙ্গে প্রি কোয়ার্টারে ডেনমার্ক, ফিনল্যান্ড তৃতীয়

Google Oneindia Bengali News

ইউরো কাপের গ্রুপ বি থেকে বেলজিয়ামের সঙ্গে শেষ ১৬-তে পৌঁছে গেল ডেনমার্ক। ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সারল বেলজিয়াম। অপর ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে চূর্ণ করে নক আউট পর্বে গেল ডেনমার্ক। ফিনল্যান্ড রইল তৃতীয় স্থানে।

জয়ের হ্যাটট্রিক

জয়ের হ্যাটট্রিক

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে সোমবার রাতে বেলজিয়ামের সঙ্গে ড্র করলেই ফিনল্যান্ড পৌঁছে যেতে পারত রাউন্ড অব সিক্সটিনের শেষ ১৬-তে। প্রথমার্ধে ফিনল্যান্ডের গোলকিপার বেলজিয়ামের জেরেমি ডোকুর শট দারুণভাবে রুখে দেন ফিনল্যান্ডের গোলকিপার লুকাস রাডেকি। প্রথমার্ধ গোলশূন্য থাকায় এবং কোপেনহেগেনে রাশিয়া ডেনমার্কের কাছে পিছিয়ে পড়ায় ফিনল্যান্ডের দরকার ছিল ড্র। বেলজিয়ামের বেশ কয়েকটি শট অসামান্য দক্ষতায় রুখে দিচ্ছিলেনও রাডেকি। ৬৬ মিনিটে অফ সাইডের ফাঁদে জড়ানো রোমেলু লুকাকুর গোল বাতিল হয় ভার-এর সাহায্যে। ৭৪ মিনিটে রাডেকি আত্মঘাতী গোল করে বসতেই যাবতীয় হিসেবনিকেশ ওলটপালট হয়ে যায়। ডি ব্রুইনের কর্নার থেকে টমাস ভের্মালেনের হেড বারে লেগে ফিরে আসার সময় তা তালুবন্দি করতে পারেননি। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বল গোললাইন পেরিয়ে যায়। ৮১ মিনিটে দুরন্ত গোল করে ম্যাচ ২-০ করেন লুকাকু। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে এটি দেশের হয়ে তাঁর দশম গোল। এবারের ইউরোয় জয়ের হ্যাটট্রিক সেরে শেষ ১৬-তে গেল বেলজিয়াম।

শেষ ১৬-তে ডেনমার্ক

শেষ ১৬-তে ডেনমার্ক

কোপেনহেগেনে রাশিয়ার মুখোমুখি হওয়ার আগে কোনও পয়েন্টই ছিল না ডেনমার্কের। তারাই দিনের শেষে বেলজিয়ামের সঙ্গে পৌঁছে গেল শেষ ১৬-তে। গোলপার্থক্যে ফিনল্যান্ডকে পিছনে ফেলে। এই ম্যাচ চলাকালীন কয়েক মিনিটের জন্য রাশিয়ার তৃতীয় স্থানে থাকার সম্ভাবনা তৈরি হলেও গোলবর্ষণে তা আর হয়নি। তাই ১-৪ গোলে ম্যাচ হেরে ছিটকে গেল রাশিয়া। ৩৮ মিনিটে মিক্কেল দামসগার্ডের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ৫৯ মিনিটে ইউসুফ পোলসেন ব্যবধান বাড়ান। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাশিয়ার আর্টেম জুবা। এরপরই কয়েক মিনিটের জন্য টুর্নামেন্টে টিকে থাকার আশা জেগেছিল রাশিয়ার। যদিও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ৭৯ মিনিটে করা গোল সেই আশা চুরমার করে দেয়। ৮২ মিনিটে রাশিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জোয়াকিম ম্যাশহলে। ১৯৯৮ সালের বিশ্বকাপে নাইজেরিয়াকে ৪-১ গোলে হারানোর পর এই প্রথম বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে চার গোল দিতে সক্ষম হল ড্যানিশরা। প্রথম ম্যাচে অসুস্থ হয়ে পড়া এরিকসেনের অভাব সত্ত্বেও তারা যে জায়গায় পৌঁছাল তা নিঃসন্দেহে ডেনমার্কের কাছে গৌরবের।

শেষ ১৬-তে লড়াই

শেষ ১৬-তে লড়াই

বেলজিয়ামের নক আউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। গ্রুপ বি-তে এদিনের ফলাফলের পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে থেকেই লুকাকুরা গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে। যোগ্যতা অর্জন পর্ব থেকে ধরলে টানা দশম জয় পেল বেলজিয়াম। প্রি কোয়ার্টারে সেভিলে বেলজিয়াম খেলবে গ্রুপ এ, ডি, ই বা এফের তিনে থাকা দলের বিরুদ্ধে। ডেনমার্কের প্রতিপক্ষ এদিনই ঠিক হয়ে গেল, ওয়েলসের বিরুদ্ধে শনিবার ড্যানিশদের পরবর্তী ম্যাচ।

 আশায় ফিনল্যান্ড

আশায় ফিনল্যান্ড

একনজরে দেখে নেওয়া যাক, বিভিন্ন গ্রুপে তিনে কোন দলগুলি রয়েছে। কেন না, তিন নম্বরে থাকা দলগুলির মধ্যে থেকে পয়েন্ট, গোলপার্থক্য-সহ নানা মাপকাঠিতে এগিয়ে থাকা চারটি দল পৌঁছাবে প্রি কোয়ার্টার ফাইনালে। এ গ্রুপে সুইজারল্যান্ডের পয়েন্ট ৪। বি গ্রুপে ফিনল্যান্ড তিন পয়েন্টে দাঁড়িয়ে, একটি গোল করেছে তিনটি গোল হজম করায় গোলপার্থক্য -২। সি গ্রুপে তিনেআছে ইউক্রেন, তাদের পয়েন্ট ৩, গোলপার্থক্য -১। ডি গ্রুপে ক্রোয়েশিয়া রয়েছে তিনে, দুই ম্যাচে ক্রোটদের পয়েন্ট এক, গোলপার্থক্য -১। ই গ্রুপে তিনে রয়েছে স্পেন, ২টি ম্যাচে ২ পয়েন্ট, গোলপার্থক্য ০। এফ গ্রুপে পর্তুগাল এখনও তিনে রয়েছে, ২টি ম্যাচে রোনাল্ডোদের পয়েন্ট পয়েন্ট তিন, পাঁচটি গোল করেছে এবং চারটি গোল হজম করেছে।

English summary
Belgium And Denmark Through To Round Of 16 From Group B In Euro Russia Out Finland At Third Position. Belgium Beat Finland By 2-0 And Secure 9 Points. Denmark Beat Russia By 4-1 Goals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X