For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আতঙ্ক কাটিয়ে টানা আটবার বুন্দেসলিগা জয় বায়ার্ন মিউনিখের

করোনার আতঙ্ক কাটিয়ে টানা আটবার বুন্দেসলিগা জয় বায়ার্ন মিউনিখের

  • |
Google Oneindia Bengali News

রবার্ট লেভানডোস্কির গোলে করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে বুন্দেসলিগা খেতাব জিতল বায়ার্ন মিউনিখ। টানা আটবার এই খেতাব জিতে নয়া নজির স্থাপন করল জার্মান জায়ান্ট। দলের পারফরম্যান্সে খুশি বায়ার্ন কোচ হান্সি ফ্লিক।

বায়ার্নের জয়

বায়ার্নের জয়

খেতাব জয়ের লক্ষ্যে ওয়েরডেরের বিরুদ্ধে খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে জার্মান জায়ান্টরা। প্রথমার্ধেই গোল পেয়ে যায় বায়ার্ন। ৪৩ মিনিটের মাথায় রবার্ট লেভানডোস্কির বুট থেকে গোলটি আসে। ৭৯ মিনিটে আলফোনসো দাভিয়েস লাল কার্ড দেখায় দশ জনেও গোলের ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় বায়ার্ন মিউনিখ।

লিগ তালিকা

লিগ তালিকা

৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা বুরুশিয়া ডর্টমুন্ড ৩১ ম্যাচ খেলে ৬৬ পয়েন্টে অবস্থান করছে। শেষ ম্যাচ জিতলেও বায়ার্নকে ধরতে পারবে না সেকেন্ড বয়রা।

টানা ৮ বার

টানা ৮ বার

এ নিয়ে টানা আট বার বুন্দেসলিগা খেতাব জিতল বায়ার্ন মিউনিখ। যা এক রেকর্ড। সবমিলিয়ে মোট ২৯ বার এই খেতাব জিতল মিউনিখের দল। সেই নিরিখেও বাকিদের ধরাছোঁয়ার বাইরে থমাস মুলাররা।

করোনা আতঙ্কে কাটিয়ে ফুটবল

করোনা আতঙ্কে কাটিয়ে ফুটবল

করোনা ভাইরাসের জেরে টানা দুই মাস জার্মানিতে বন্ধ ছিল ফুটবল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দর্শকশূণ্য স্টেডিয়ামেই শুরু হয় বুন্দেসলিগা। অন্যান্য দেশের থেকে অনেক আগেই সে দেশে স্বাভাবিক হয় জনজীবন। তবে প্রতিবন্ধকতা তো ছিলই। সব বাধা পেরিয়ে বার্য়ান ফের লিগ চ্যাম্পিয়ন হওয়ায় খুশি কোচ হান্সি ফ্লিক।

English summary
Bayern Munich wins Bundesliga title for 8th successive time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X