For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওগবেচের হ্যাটট্রিক! পেনাল্টি নষ্ট করে হায়দরাবাদের কাছে চার গোল হজম এসসি ইস্টবেঙ্গলের

Google Oneindia Bengali News

আইএসএলে ফের পরাজয় এসসি ইস্টবেঙ্গলের। বুধবার নতুন কোচ মারিও রিভেরোর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই এফসি গোয়াকে হারানোর পর কিছুটা উজ্জীবিত হয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। কিন্তু আজ হায়দরাবাদ এফসির কাছে ০-৪ গোলে হার নিশ্চিতভাবেই এসসি ইস্টবেঙ্গলকে ফিরতি ডার্বির আগে চিন্তাতেই রাখল। এদিন তিলক ময়দানে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করেন বার্থোলোমিউ ওগবেচে।

হায়দরাবাদের কাছে চার গোল হজম এসসি ইস্টবেঙ্গলের

এবারের আইএসএলে প্রথম সাক্ষাতে এই দুই দলের লড়াই ১-১ গোলে অমীমাংসিত হয়েছিল। এদিন ম্যাচ শুরুর আগে দুই দলই প্রয়াত সুভাষ ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করে। এরপর শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে হায়দরাবাদ এফসি। কুলিং ব্রেকের আগে লাল হলুদও খারাপ খেলেনি। কাউন্টার অ্যাটাকে গোল পেতে মুখিয়ে ছিল এসসি ইস্টবেঙ্গল।

তবে হিসেব ওলটপালট হয়ে যায় ২১ মিনিটে বার্থোলোমিউ ওগবেচের গোলে নিজামের শহর এগিয়ে যেতেই। কর্নার থেকে শৌভিক চক্রবর্তীর বক্সে ভাসানো বলে মাথা ছুঁইয়ে প্রথম গোলটি তিনি করেন। তবে এই বলটি বাঁচানো উচিত ছিল গোলকিপার অরিন্দম ভট্টাচার্যর। এরপর গোল শোধ করার প্রয়াস চালাতে থাকে লাল হলুদ, কিন্তু প্রতিপক্ষের গোলমুখ খোলা যায়নি। কুলিং ব্রেকের পর ফের ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় হায়দরাবাদের হাতে। বিরতির ঠিক আগে জোড়া গোল এসসি ইস্টবেঙ্গলের কাজটা কঠিন করে দেয়।

আদিল খানের ভুলে বল পেয়ে তা থেকে গোল করেন ওগবেচে। এটি চলতি আইএসএলের ২০০তম গোল। প্রথমার্ধের ইনজুরি টাইমে অনিকেত যাদবের দর্শনীয় গোলে বিরতিতে হায়দরাবাদ এফসি এগিয়ে ছিল ৩-০ গোলে। প্রথমার্ধে ভালো খেলেও মিনিট তিনেকের ব্যবধানে জোড়া গোল লাল হলুদকে কার্যত ম্যাচ থেকেই ছিটকে দেয়। দ্বিতীয়ার্ধেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ভালো আক্রমণ শানিয়েও গোল করার দক্ষতার অভাব ভোগাতে থাকে লাল হলুদকে। এরই মধ্যে ম্য়াচের চতুর্থ গোলটি করেন ওগবেচে। হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে সঙ্গেই চলতি মরশুমে আইএসএলে নিজের ১২তম গোলটি পেয়ে যান তিনি। ৮৪ মিনিটে একটি বিতর্কিত পেনাল্টি পায় এসসি ইস্টবেঙ্গল। যদিও ফ্রান্সো প্রিসের নীচু শট রুখে দেন গোলকিপার কাট্টিমণি।

হায়দরাবাদের কাছে চার গোল হজম এসসি ইস্টবেঙ্গলের

এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে চলে গেল হায়দরাবাদ এফসি। এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেরালা ব্লাস্টার্স এফসি। হায়দরাবাদের গোলপার্থক্য যেখানে ১৪, সেখানে কেরালার ৮। হায়দরাবাদ যেভাবে গোলের বন্যা বইয়ে দিচ্ছে তা বিপক্ষ শিবিরগুলিকে নিশ্চিতভাবেই উদ্বেগে রাখবে। ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার গোল হজমের পর গোলপার্থক্যে পিছিয়ে গিয়ে পয়েন্ট তালিকার একেবারে নীচে নেমে গেল এসসি ইস্টবেঙ্গল। ওগবেচেই এদিনের ম্যাচের সেরা। কাল মুম্বই সিটি এফসি খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।

English summary
Hyderabad FC Beat SC East Bengal By 4-0 Margin In ISL Match. Bartholomew Ogbeche Scores A Hattrick.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X