For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার লিগ ইস্যুতে উয়েফাকে পাল্টা হুঁশিয়ারি বার্সেলোনার

Google Oneindia Bengali News

বার্সেলোনা সভাপতি জুয়ান লাপোর্তাকে সামনে ১২টি দল মিলে সুপার লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছিল। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দল সরে দাঁড়ানোয় বিশ বাঁও জলে চলে যায় এই প্রজেক্ট। শাস্তির মুখে পড়ার আশঙ্কা থাকলেও মুখরক্ষা করতে পাল্টা আক্রমণের রাস্তাই বেছে নিলেন বার্সা সভাপতি। উয়েফাকে দিলেন পাল্টা হুঁশিয়ারি।

সুপার লিগ ইস্যুতে উয়েফাকে পাল্টা হুঁশিয়ারি বার্সেলোনার

সুপার লিগ থেকে সরে দাঁড়িয়ে ৯টি দল উয়েফার শাস্তি মেনেও নিয়েছে। এই দলগুলি হলো এসি মিলান, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার এবং চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটি। তাঁরা উয়েফার দেওয়া সম্মতিপত্রে স্বাক্ষর করে জরিমানার বিষয়টিও মেনে নিয়েছে। যাতে বলা রয়েছে, ইউরোপীয় প্রতিযোগিতা থেকে প্রাপ্ত প্রাইজমানির ৫ শতাংশ তারা ছেড়ে দেবে ২০২২-২৩ মরশুমে। সম্মিলিতভাবে ১৫ মিলিয়ন ইউরো জড়ো করে তা উয়েফাকে দেওয়া হবে শিশু, যুব ও তৃণমূলস্তরে ফুটবলের পরিকাঠামো গড়ার কাজে। একে আলঙ্কারিকভাবে বলা হচ্ছে 'জেসচার অব গুডউইল'।

সুপার লিগ ইস্যুতে উয়েফাকে পাল্টা হুঁশিয়ারি বার্সেলোনার

সুপার লিগ নিয়ে নিজেদের অবস্থানে এখনও অনড় রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বার্সেলোনা। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে উয়েফা। যদিও বার্সা সভাপতি লাপোর্তা এদিন সাফ জানিয়ে দিয়েছেন, কোনওরকম ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমরা অযৌক্তিক কোনও জরিমানাও দেব না। তারপরেও আমাদের জরিমানা ধার্য করা হলে আমরা কোর্ট অব আরবিট্রেশনে যাব। বার্সেলোনার স্বার্থ সুরক্ষিত রেখে ফুটবল পরিকাঠামোর উন্নতি ঘটাতে আমরা বদ্ধপরিকর। সব ক্লাবেরই আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। সেটা বদলাতে হবে।

সুপার লিগ ইস্যুতে উয়েফাকে পাল্টা হুঁশিয়ারি বার্সেলোনার

আদালতের প্রক্রিয়াতেই যে উয়েফা ও ফিফার বিরুদ্ধে সংঘাত বার্সা জারি রাখবে তা এদিনের অবস্থানে পরিষ্কার। এমনকী জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদও এখনও অবধি এই পথেই এগোতে চাইছে বলে খবর।

English summary
Barcelona Will Go To Court If Punished For Super League Role. Barcelona President Laporta Says That If UEFA Fine us We Will Go To The Court Of Arbitration For Sport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X