For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসি-বিহীন বার্সেলোনা ক্রমেই তলিয়ে যাচ্ছে! বার্সার বিদায়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোথায় দাঁড়িয়ে?

  • |
Google Oneindia Bengali News

আর্থিক প্রতিবন্ধকতা-সহ নানা সমস্যায় জেরবার লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি। তারপর থেকে ক্রমেই তলিয়ে যাচ্ছে বার্সেলোনা। ১৭ বছর পর এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হল ৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন বার্সাকে। জার্মানিতে তুষারপাতের মধ্যে খেলায় বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ গোলে হারার ফলেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ বার্সেলোনার অভিযান।

বার্সেলোনার বিদায়ে চ্যাম্পিয়ন্স লিগে কোথায় দাঁড়িয়ে?

বার্সাকে শেষ ১৬-এ নিয়ে যেতে পারত বেনফিকা ও ডায়নামো কিয়েভ ম্যাচের ফলাফল। কিন্তু পর্তুগালের দল বেনফিকা ২-০ গোলে জিততেই তৃতীয় স্থানে থেকে গ্রপ পর্ব শেষ করতে হয় বার্সেলোনাকে। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। থমাস মুলার ও লিরয় জানে যথাক্রমে ৩৪ ও ৪৩ মিনিটের মাথায় দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটের মাথায় জামাল মুসিয়ালার গোল ব্যবধান বাড়িয়ে ৩-০ করে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ই-তে বায়ার্ন ৬ ম্যাচের ৬টিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে। বেনফিকা ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে থাকে দ্বিতীয় স্থানে। বার্সেলোনার পয়েন্ট ৭। মেসি থাকাকালীন ৪ বার ইউরোপ-সেরা হয় বার্সেলোনা। বার্সার নবনিযুক্ত কোচ জাভি হার্নান্দেজ ক্লাবের নানা সমস্যার কথা মেনে নিয়েও শূন্য থেকে শুরু করে ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রত্যয়ী।

বার্সেলোনার বিদায়ে চ্যাম্পিয়ন্স লিগে কোথায় দাঁড়িয়ে?

এদিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে ইয়ং বয়েজের বিরুদ্ধে ৯ মিনিটের মাথায় ম্যাসন গ্রিনউডের গোলে এগিয়ে গিয়েছিল। তবে ৪২ মিনিটে ফ্যাবিয়ান রাইডার সমতা ফেরান। তাতে অবশ্য গ্রুপ এফের শীর্ষস্থান দখল করে শেষ ১৬-এ যাওা আটকায়নি ম্যান ইউ-র। রুদ্ধশ্বাস ম্যাচে চেলসিকে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের গোলে জেনিত ৩-৩ গোলে রুখে দেয়। তবে পয়েন্টের ব্যবধানে অনেক এগিয়ে থাকায় এই ম্যাচের অনেক আগেই শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছিল জুভেন্টাস ও চেলসির।

বার্সেলোনার বিদায়ে চ্যাম্পিয়ন্স লিগে কোথায় দাঁড়িয়ে?

সোমবার সুইৎজারল্যান্ডে উয়েফার সদর দফতর থেকেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র সূচি প্রকাশিত হবে। গ্রুপ পর্যায়ে পরস্পরের বিরুদ্ধে খেলেছে কিংবা একই দেশের দুই দল যাতে মুখোমুখি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে ১ নম্বর পাত্রে রাখা থাকছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আয়াক্স, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিলি ও জুভেন্টাস। অন্য পাত্রে রাখা থাকবে পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্টিং লিসবন, ইন্টার মিলান, বেনফিকা, আটলান্টা বা ভিলারিয়াল, স্যালজবার্গ ও চেলসির নাম। প্রথম লেগের খেলাগুলি হবে ফেব্রুয়ারির ১৫ থেকে ২৩ তারিখের মধ্যে। ফিরতি লেগ মার্চের ৮ থেকে ১৬ তারিখের মধ্যে। বিভিন্ন গ্রুপে তৃতীয় স্থানে থাকা বার্সা-সহ বাকি দলগুলিকে নিয়ে যে ইউরোপা লিগ নক-আউট প্লে অফ ফেব্রুয়ারিতে হবে তারও সূচি প্রকাশ সোমবারই।

English summary
Barcelona Lost To Bayern Munich To Miss Out On The Knockout Stages Of The Champions League For The First Time In 17 Years. The Round-Of-16 Draw Is On Monday At UEFA headquarters In Switzerland.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X