For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

La Liga: ক্যাম্প ন্যূ-তে ফের হার, লা লিগা জয়ের আশা কার্যত শেষ বার্সেলোনার

ক্যাম্প ন্যূ-তে ফের হার, লা লিগা জয়ের আশা কার্যত শেষ বার্সেলোনার

Google Oneindia Bengali News

লা লিগা এবং বার্সেলোনার মধ্যে দূরত্বের ব্যবধান বেড়েই চলেছে। সোমবার রাত্রে ক্যাম্প ন্যূ-তে রায়ো ভালেকানোর বিরুদ্ধে ০-১ গোলে পরাস্ত হল বার্সা। এই নিয়ে লাগতার তিন ম্যাচে ঘরের মাঠে পরাজিত হল জাভির দল।

Headline: ক্যাম্প ন্যূ-তে ফের হার, লা লিগা জয়ের আশা কার্যত শেষ বার্সেলোনার

ম্যাচের এক মাত্র গোলটি করেন আলভারো গার্সিয়া রিভেরা। লিসি পালাজোর পাস থেকে বার্সা ডিফেন্স এবং মাঝমাঠ গুছিয়ে ওঠার আগেই গোলটি করে যান আলভারো গার্সিয়া। এই একটি গোলই যে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেবে তা হয়তো ভাবেততে পারেননি কেউই।

হারলেও বার্সা গোটা ম্যাচে কম আক্রমণ তুলে আনেনি। বল পজিশনের ৭১ শতাংশ ছিল বার্সেলোনার দখলে। মোট ১৮টি শট নিয়েছিল বার্সা যার মধ্যে অন টার্গেট তারা রেখেছিল ৫টি শট। ভাগ্যও এ দিন যেন সঙ্গে ছিল না কাতালান ক্লাবটির। এ দিন দু'টি শট বারে লাগে বার্সেলোনার। অন্য দিকে, রায়ো ভালেকানোর একটি শট বারে লেগেছে।

Headline: ক্যাম্প ন্যূ-তে ফের হার, লা লিগা জয়ের আশা কার্যত শেষ বার্সেলোনার

বার্সার এই হারের ফলে শনিবার লিগ জয়ের প্রথম সুযোগটি আসবে রিয়াল মাদ্রিদের সামনে। এসপ্যানিওল-এর বিরুদ্ধে ওই ম্যাচে মুখোমুখি হবে রিয়াল। এই মুহূর্তে বার্সার থেকে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং এখনও পাঁচ রাউন্ডের খেলা বাকি। এই ম্যাচে হারের ফলে ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৩ এবং সম সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। এ দিন ম্যাচ হারের পর বার্সেলোনার অধিনায়ক সার্জিও বুসকেতস বলেছেন, "ঘরের মাঠে আমরা সমস্যায় পড়ছি। আমরা প্রথমের দিকে গোল হজম করছি আর এটা থেকে বেরিয়ে আসতেই পরের দিকে সমস্যা হচ্ছে।"

বার্সেলোনার কোচ এবং স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি জাভি বলেন, "আমরা কঠিন পরিস্থিতর মধ্যে রয়েছি। আমরা এখনও চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনকারী পর্বে সুযোগ পাওয়ার যায়গায় রয়েছি। কিন্তু আমরা নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে দিচ্ছি।"

English summary
Barcelona lost against Rayo Vallecano in La Liga. Barcelona is going away from La Liga.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X