For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Copa del Rey 2022: রিয়াল মাদ্রিদ এগলেও কোপা দেল রে-এর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ এগলেও কোপা দেল রে-এর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল বার্সেলোনা

Google Oneindia Bengali News

কোপা দেল রে-এর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে ৩-২ গোলে হার কোপা দেল রে-এর প্রথম রাউন্ড থেকে ছিটকে দিল বার্সাকে।

Copa del Rey 2022: রিয়াল মাদ্রিদ এগলেও কোপা দেল রে-এর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল বার্সেলোনা

শুক্রবার গভীর রাতে ম্যাচের শুরুতেই ইকের মুনিয়েনের গোলে পিছেয়ে পড়ে বার্সেলোনা। মাঝমাঠ এবং ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই ম্যাচে দুই মিনিটের মাথায় নিকো উইলিয়ামসের পাস থেকে বিলবাওকে এগিয়ে দেয় মুনিয়েন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ২০ মিনিটে বার্সেলোনা'কে ম্যাচে ফেরায় ফেরান টোরেস। মরক্কোর তরুণ ফরোয়ার্ড আবদেসামাদ ইজালজৌলির পাস থেকে গোল রে জাভির দলকে সমতায় ফেরান ২১ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার টোরেস।

পিছিয়ে থেকে ম্যাচে সমতা ফেরানো বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতে বেশি সময় নেয়নি। ম্যাচে ৬৭ শতাংশ বল পজিশন ছিল বার্সার দখলে কিন্তু আক্রমণে বেশই উঠতে না পারায় এগিয়ে যাওয়ার গোলটি পাচ্ছিল না কাতালান ক্লাবটি। বরং বল পজিশন অনেক কম থাকলেও প্রতি আক্রমণ নির্ভর ফুটবলে বার্সার রক্ষণে একাধিকবার ত্রাস তৈরি করে অ্যাতলেটিক ক্লাব। বার্সার গোল লক্ষ্য করে এই ম্যাচে ১৯টি শট নেয় বিলবাও যার মধ্যে ৭টি অন টার্গেট ছিল। প্রতিআক্রমণ নির্ভর ফুটবল ৮৬ মিনিটে ম্যাচে দ্বিতীয় গোল এনে দেয় বিলবাওকে। ইনিগো মার্টিনেজের ৮৬ মিনিটের গোলে এগিয়ে যায় তারা। সকলে যখন ম্যাচের ললাটলিখন পড়ে ফেলেছে তখন অবিশ্বাস্য ভাবে একক দক্ষতায় ম্যাচের শেষ মিনিটে বার্সেলোন'কে ম্যাচে ফেরান পেড্রি। ডানি আলভেসের থেকে ভেসে আসা বল দুর্দান্ত প্লেসিং-এ জড়িয়ে দেন জালে।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও জেরার্ড পিকে-রোনাল্ড আরুজো'দের একের পর এক ভুলের খেসারত দিয়ে ফের পিছিয়ে পড়ে বার্সা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে বিলবাওয়ের হয়ে জয়ে সূচক গোলটি করেন মুনিয়েন। পরবর্তী ১৫ মিনিট সময় পেলেও ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। ডিফেন্সের ব্যর্থতার খেসারত দিয়ে কোপা দেল রে-কে বিদায় জানাতে হল লিওনেল মেসি'র প্রাক্তন ক্লাবকে।

অপর দিকে, রিয়াল মাদ্রিদ এবং এলচে'র ম্যাচে ৯০ মিনিট কোনও দল গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ে শুরু হয় গোলের বন্যা। ৩০ মিনিটে তিনটি গোল হয় এই ম্যাচে। ১০৩ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে দুর্বল এলচে'কে এগিয়ে দেন গঞ্জালো ভার্ডু। অতিরিক্ত সময়ে দ্বিতীয় কোয়ার্টেরর শউরুতেই ইসকো সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদকে। অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আনসেলোত্তির দলকে এগিয়ে দেন এডেন হার্জাড। খেলার শেষ পর্যন্ত এই ব্যবধানই ছিল। ২-১ গোলে এলচে'কে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছলো রিয়াল মাদ্রিদ। পরবর্তী ম্যাচে বার্সাকে হারানো অ্যাতলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল।
এলচের বিরুদ্ধে লাল কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিলবাও-এর বিরুদ্ধে মার্সেলোর সার্ভিস পাবে না রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে আরও একটি লাল কার্ড হয় অতিরিক্ত সময়ে একদম শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন এলচের পেরা মিল্লা।

English summary
Barcelona knocked out from Copa del Rey after losing against Athletic Club. Bilbao beat Barca by 3-2 margin. In the other match Real Madrid won by 2-1 against Elche after getting down by a goal. Bilbao will face real Madrid in the quarterfinal of the tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X