র্যাকিটিচের গোল ফের লিগ শীর্ষে মেসির দল, বিলবাও-এর বিরুদ্ধে কষ্টার্জিত জয় বার্সার
ক্রোয়েশিয়ান ইভান র্যাকিটিচের একমাত্র গোলে ফের লা লিগার শীর্ষ স্থানে পৌঁছে গেল লিওনেল মেসির বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে ফের রিয়াল মাদ্রিদকে টপকে গেল বার্সা। এর আগের ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অস্বস্তিতে পড়ে গিয়েছিল মেসির দল। তবে নিজে সাফল্য না পাওয়ায় ৭০০ গোলের মাইলস্টোন এই ম্যাচেও ছোঁয়া হল না এলএম টেনের।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডিহাড্ডি লড়াই হয়। একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ফলে প্রথমার্ধ শেষে খেলার ফল থাকে ০-০। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় লিওলেন মেসির দল। গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপান লুইস সুয়ারেজরা। অবশেষে ৭১ মিনিটের মাথায় গোল পেয়েই যায় বার্সা। পরিকল্পিত আক্রমণের সফল পরিণতি ঘটে ক্রোয়েশিয়ান ইভান র্যাকিটিচের বুট থেকে। লিওনেল মেসির ডিফেন্স ভাঙা পাসই গোলের পিছনে কার্যকরি ভূমিকা নেয়। এক গোলের ব্যবধান আর শোধ করতে পারেনি অ্যাথলেটিক বিলবাও।
এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ফের লা লিগা তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে মেসিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার মায়োরকার বিরুদ্ধে নিজেদের পরবর্তী লিগ ম্যাচ খেলবেন সার্জিও র্যামোসরা। সেই ম্যাচ জিতলে ফের লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাবে জিনেদিন জিদানের দল। তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩১ ম্যাচ খেলে ৫৫ পয়েন্টে অবস্থান করছে।