For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোড়া লাল কার্ডের ম্যাচে শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা, চেলসিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সিটি

জোড়া লাল কার্ডের ম্যাচে শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা, চেলসিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সিটি

Google Oneindia Bengali News

রবিবার রাতটি বিশ্ব ফুটবলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই দিন মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের তাবড় ক্লাবগুলি। যার মধ্যে দুই বার্সা এবং ম্যান সিটি জিতলেও এসি মিলানের মতো ক্লাব এগিয়ে গিয়েও ড্র করেছে।

অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয় বার্সেলোনার:

অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয় বার্সেলোনার:

লা লিগায় অত্যান্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচের শেষের দিকে জোড়া লাল কার্ড দেখান রেফারি। ৯০+২ মিনিটে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে মাদ্রিদের স্টিফান সেভিচ এবং বার্সার ফেরান টোরেসকে লাল কার্ড দেখান রেফারি। এই ম্যাচে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ওসমানে দিম্বেলে। গাভির পাস থেকে গোলটি করেন তিনি।

এগিয়ে গিয়েও ড্র এসি মিলানের:

এগিয়ে গিয়েও ড্র এসি মিলানের:

সিরি এ-এর ম্যাচে জোড়া গোলে এগিয়ে গিয়েও ডিফেন্সের ভুলে জেতা ম্যাচ মাঠে ফেলে এল এসি মিলান। ২-০ এগিয়ে যাওয়া মিলান ২-২ গোলে ম্যাচ ড্র কল ঘরের মাঠে এস রোমার বিরুদ্ধে। এই ম্যাচে জিতলে নেপোলিকে লিগ শীর্ষে ধাওয়া করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত মিলানের। কিন্তু এই হারের ফলে লিগের শীর্ষ স্থানে থাকা নেপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ল মিলানের। ৩০ মিনিটে সেন্দ্রো টোনালির পাস থেকে ডিফেন্ডার পিয়েরে কালুলুর গোলে এগিয়ে যায় এসি মিলান। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন টোমাসো পোবেগা। এসি রোমার হয়ে ৮৭ মিনিটে একটি গোল শোধ করেন ডিফেন্ডার রজার লিবানেজ। দ্বিতীয়ার্ধে অ্যাডেড টাইমের শেষ লগ্নে ম্যাচে সমতা ফেরানোর গোলটি করেন ট্যামি আব্রাহাম।

চেলসিকে বিধ্বস্ত করল ম্যানচেস্টার সি়টি:

চেলসিকে বিধ্বস্ত করল ম্যানচেস্টার সি়টি:

এফএ কাপের ম্যাচে চেলসিকে৪-০ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এতিহাদ স্টেডিয়ামে রিয়াদ মাহরেজ দু'টি গোল করেন। একটি গোল করেন জুলিয়ান আলভারেজ এবং অপর গোলটি করেন ফিল ফোডেন। এই দিন দুইটি গোল পেনাল্টি থেকে করে ম্যানচেস্টার সিটি।

দাপট দেখাচ্ছে সিটি:

দাপট দেখাচ্ছে সিটি:

ম্যানচেস্টার সিটির সেরা ফর্ম বেশ কয়েক বছর ধরেই চলছে। যে কোনও টুর্নামেন্টে হাইপ্রোফাইল টিমগুলিও প্রত্যাশিত ফলাফল করতে পারছে না সিটির বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটি যেমন পারফর্ম করছে প্রিমিয়ার লিগে তেমনই ছন্দ ধরে রেখেছে এফএ কাপে।

Amartya Sen: অসহনশীলতা দীর্ঘস্থায়ী হবে না! জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক অমর্ত্য সেনের Amartya Sen: অসহনশীলতা দীর্ঘস্থায়ী হবে না! জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক অমর্ত্য সেনের

English summary
Barcelona beat Atletico Madrid, Man city beat chelsea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X