বার্সেলোনায় নতুন কোচ কে? ক্লাবে নতুন জুটি মেসি-রোনাল্ড
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে লজ্জার আট গোল হজমের পর বার্সলোনা দলে কোচ বদল। সরকারিভাবে আজ কোচ কিকে সেতিয়েনকে ছেঁটে ফেলার ঘোষণা করে দিলে কাতালান ক্লাব।

সেই সঙ্গে কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফের প্রিয় শিষ্য রোনাল্ড কোমানের হাতে বার্সেলোনা ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া হল। অধিনায়ক মেসি-কোচ রোনাল্ডের জুটি এবার কাতালান ক্লাবকে নতুন করে স্বপ্ন দেখাতে পারে কিনা, সেটাই এখন দেখার।
মেসিদের নতুন কোচ ক্রুয়েফের কোচিংয়ে আয়াখ্স আমস্টারডামে খেলেছিলেন। ১৯৮৮ সালে বার্সেলোনার দায়িত্ব নেন ক্রুয়েফ। পরের বছরই তিনি ১৯৮৮ সালে ইউরো কাপজয়ী নেদারল্যান্ডস দলের অন্যতম সদস্য কোমানকে ক্যাম্প ন্যু-তে নিয়ে এসেছিলেন। ১৯৯৫ পর্যন্ত বার্সায় ছিলেন তিনি। তাঁর সময়ে ছ'বছরে চার বার লা লিগা জিতেছে বার্সেলোনা। এক বার ইউরোপ সেরা হয়েছে ক্লাব। ক্লাবের হয়ে রোনাল্ড এক বার কোপা দেল রেও জিতেছেন। বার্সার হয়ে ৬৭ ম্যাচে ১৯২টি গোল করেছিলেন কোমান।

অবসরের পরে সহকারী হিসেবে বার্সায় ফিরেছিলেন তিনি। ১৯৯৮ সালে কোচ লুইস ফান হালের সহকারী ছিলেন। এবার আর সহকারী নয়, মেসিদের হেডকোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রোনাল্ড।
প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে জার্মান দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮ গোল হজমের পর কোচ বদলেই পরিবর্তন থেমে থাকবে না। এরপর দলে আরও বদল আসতে পারে বলে ইঙ্গিত।
নাইট জার্সিতে নারিন-ব্র্যাভো-পোলার্ড বনাম হেমরাজ-পুরান-টেলার, সিপিএলে আজ কাদের দিকে নজর থাকবে