For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে না থেকেও মেসি-মুলারদের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশ

বিশ্বকাপে না থেকেও মেসি-হিগুয়েনদের সঙ্গে জড়িয়ে থাকবে বাংলাদেশ। কারণ আর্জেন্টিনা, জার্মানিদের কিট স্পনসার যারা, তারা বিশ্বকাপের জন্য জার্মান বা আর্জন্টিনার প্লেয়ারদের জন্য যে জ্যাকেট তৈরি করেছে

Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। যুদ্ধাকালীন তৎপরতায় প্রস্তুতি সারছে রাশিয়া। বেশির ভাগ দলই তৈরি রাশিয়ার বিমানে চাপতে।

বিশ্বকাপে না থেকেও মেসি-মুলারদের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশ

তবে, রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০১৮ ফুটবল বিশ্বকাপ থেকে বহু দূরে থাকা বাংলাদেশ অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে পড়েছে রাশিয়া বিশ্বকাপের সঙ্গে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯৭তম দেশ বাংলাদেশ। দল হিসেবে টাইগার বাহিনীর ১১জন যোদ্ধা সবুজ মাঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্রটির প্রতিনিধিত্ব করতে না পারলেও লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা, থমাস মুলারদের সঙ্গেই থাকবে বাংলাদেশের নিশানী।

ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব। জার্মানি, স্পেন, আর্জেন্টিনা সহ এই বিশ্বকাপে একাধিক দেশের কিট স্পনসার একটি বেসরকারী সংস্থা। এবং সেই সংস্থাটি বাংলাদেশ থেকে তৈরি করিয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, স্পেন, জার্মান দলে অফিসিয়াল জ্যাকেট। যেগুলি এই দেশের সঙ্গে যু্ক্ত ফুটবলাররা পরবেন রাশিয়া বিশ্বকাপে। বাংলাদেশে এই জ্যাকেটগুলি তৈরি করেছে চট্টগ্রামে প্রতিষ্ঠিত কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজ।
উল্লেখযোগ্য ভাবে, এই জ্যাকেটগুলির ট্যাগে লেখা থাকবে 'মেড ইন বাংলাদেশ।'

২০১৭ সালের অগস্ট মাস থেকে শুরু হয়েছিল এই জ্যাকেট তৈরির কাজ। কাজ শেষ হয়েছে নভেম্বরে। ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারীর মধ্যে এই পোশাষগুলি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে।
বিভিন্ন দেশের জন্য তৈরি জ্যাকেটের বৈশিষ্টও অন্য রকম। যেমন দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জ্যাকেটে রয়েছে দু'টি নক্ষত্রচিহ্ন, জার্মানি যেহেতু চারবার বিশ্বকাপ জিতেছে তাই তাদের জ্যাকেটে রয়েছে চারটি নক্ষত্রচিহ্ন।

বিশ্বের সেরা ফুটবলারদের জন্য জ্যাকেট তৈরি করতে পেরে খুশি বাংলাদেশের এই সংস্থাটি।
সংস্থাটির এক উচ্চপদস্থ আধিকারীক বলেন, 'বাংলাদেশ বিশ্বকাপে না থেকেও থাকবে মেসি-মুলারদের মতো তারকাদের অফিসিয়াল কিটের অংশ হয়ে। এটা বাংলাদেশের কাছে গর্বের। যে শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করে এই জ্যাকেট তৈরি করেছেন, তাঁরা যখন দেখবেন মেসিদের গায়ে তাঁদের তৈরি জ্যাকেট তখন তা দেখে ওরাও আনন্দ পাবে।'

English summary
Official kit sponsor of Argentina-Germany, make special jacket from Bangladesh for the players of these countries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X