For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালে ভাইরাসের চোখরাঙানি সামলে অভিনব পদ্ধতিতে সমর্থকদের ফুটবল ম্যাচ দর্শন

করোনাকালে ভাইরাসের চোখরাঙানি সামলে অভিনব পদ্ধতিতে সমর্থকদের ফুটবল ম্যাচ দর্শন

  • |
Google Oneindia Bengali News

করোনাকালে মাঠে দর্শকদের প্রবেশে অনুমতি নেই। এটাই এখন খেলার দুনিয়ার 'নিউ নর্ম্যাল'! শুধু উইরোপের এমনটা হচ্ছে, ভাবলে ভুল করবেন, এশিয়ায় এখনও পর্যন্ত যেকটি দেশে ফুটবল মাঠে বল গড়িয়েছে, সব দেশেই মাঠে দর্শক প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। বাধা পেয়েই এবার একদল সমর্থক নতুন উপায় বার করে ফেললেন!

করোনাকালে ভাইরাসের চোখরাঙানি সামলে অভিনব পদ্ধতিতে সমর্থকদের ফুটবল ম্যাচ দর্শন

জার্মানি-স্পেন-ইতালির মতো চাইনিজ ফুটবলেও খেলা গড়াচ্ছে দর্শকহীন মাঠে। তবে চিনের ফুটবল সমর্থকরা ম্যাচ দেখার অভিনব সমাধান পথ বার করেছেন। স্টেডিয়ামের পাশে হোটেল ভাড়া করে ম্যাচ দেখছেন ফ্যানেরা।

স্টেডিয়াম লাগোয়া হোটেলে উঠে তারা দূর থেকে ম্যাচ দেখছেন। অবশ্যই দূরত্ব বিধি মেনে! এতে মাঠে প্রবেশের নিয়ম যেমন ভাঙতে হচ্ছে না, তেমন দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের চোখরাঙানি সামলেও ফুটবল ম্যাচ উপভোগ করা যাচ্ছে। এই সমাধানে করোনা ছড়িয়ে পড়া নিয়েও প্রশাসন উদ্বেগ করছেন না।

এভাবেই চাইনিজ সুপার লিগে কুনশান স্টেডিয়ামের পাশেই এই হোটেল থেকে ফ্যানেরা সাংহাই এসআইপিজি ও তিয়ানজিন তেদার ক্লাবের ম্যাচ দেখেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

কুনশান স্টেডিয়ামের পাশে হোটেলে উঠে দুই দলের সমর্থকেরা এসআইপিজির ৩-১ গোলের জয় দেখেছেন। হোটেলে ফ্যানেদের হই-হুল্লোড় মাঠ থেকে ফুটবলাররা পরিষ্কার শুনতেও পান। ফ্যানেদের পাশাপাশি এতে ফুটবলাররাও খুশ! ফুটবলারদেরও শুধুই আর কার্ড বোর্ডের নকল দর্শকদের সামনে ম্যাচ খেলার হাতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি।

আমিরশাহীতে হওয়া আইপিএল ম্যাচগুলির পরিসংখ্যান দেখে নেওয়া যাকআমিরশাহীতে হওয়া আইপিএল ম্যাচগুলির পরিসংখ্যান দেখে নেওয়া যাক

English summary
Ban on Spectator amid Corona: Chinese Football Fans Books Hotel Rooms Near Stadium to watch match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X