For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউরোর আবহে উয়েফার ৫৬ বছরের পরম্পরায় ছেদ, এক বিতর্কিত নিয়মে পরিবর্তন

ইউরো কাপের আবহে ক্লাব টুর্নামেন্টে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করে উয়েফার ইতিহাস রচনা

  • |
Google Oneindia Bengali News

ইউরো কাপের তুমুল আবহে ক্লাব ফুটবল প্রতিযোগিতা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল উয়েফা। ৫৬ বছর পর পাল্টে দেওয়া হল চ্যাম্পিয়ন্স লিগ সহ বিভিন্ন ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার অ্যাওয়ে গোলের নিয়ম। এর অর্থ যে এবার থেকে অ্যাওয়ে গোলের নিরিখে কোনও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অবস্থান থেকে ছিটকে যেতে হবে না কোনও দলকে।

ইউরোর আবহে উয়েফার ৫৬ বছরের পরম্পরায় ছেদ, এক বিতর্কিত নিয়মে পরিবর্তন

সদ্য শেষ হওয়া ক্লাব মরসুম পর্যন্ত চালু থাকা নিয়ম অনুযায়ী কোনও ক্লাব টুর্নামেন্টের দুই লেগের নক আউট পর্বের কোনও ম্যাচ ড্র হলে ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে প্রতিপক্ষের ঘরের মাঠ কোনও দল কয়টি গোল করেছে, তা দেখা হত। অ্যাওয়ে ম্যাচে যে দলের বেশি গোল থাকত, তাদের পরের রাউন্ডে পাঠিয়ে দেওয়া হত। তাতে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দলগুলির সঙ্গে অবিচার করা হচ্ছিল বলে দাবি তোলা হয়েছিল বিভিন্ন মহল থেকে। ২০২০-২১ ক্লাব মরসুম শেষ হওয়ার পরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল উয়েফা।

বৃহস্পতিবার উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দের সেফারিন বলেছেন, যে উদ্দেশে এই নিয়মের অন্তর্ভূক্তি, তা চরিতার্থ হচ্ছে না। উল্টে অ্যাওয়ে গোলের হিসেব কষতে গিয়ে ফুটবলাররা ঘরের মাঠেও তাঁদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সে কারণেই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট।

১৯৬০ সালে ইউরোপীয় ফুটবলের বিশেষজ্ঞদের মাথায় প্রথম অ্যাওয়ে গোলের প্রেক্ষিতে নক আউটের ফলাফল নির্ধারণের ভাবনা এসেছিল। ১৯৬৫ সাল থেকে ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় এই নিয়মের অন্তর্ভূক্তি ঘটেছিল। অর্থাৎ শেষ ৫৬ বছর ধরে একই নিয়মে চ্যাম্পিয়ন্স লিগ সহ অন্যান্য ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার দুই লেগের নক আউট মোকবিলার নির্ধারণ করা হত।

পরিবর্তে এবার থেকে নতুন নিয়ম চালু হল। অর্থাৎ এবার থেকে ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতাতেও আইএসএলের মতো গোল ফর্মুলা মেনে চলতে দেখা যাবে। কোনও নক আউট মোকবিলার দুই লেগ মিলিয়ে যে দলের গোল সংখ্যাা বেশি থাকবে, টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাবে তারাই।

English summary
Away goal rules in club competitions has been abolished by UEFA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X