For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ডার্বিতে ধুন্ধুমার! মাঠে ঢুকে দর্শকরা যা করলেন তা কল্পনার বাইরে, ভাইরাল ভিডিও

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ চলার মধ্যে ফুটবলবিশ্ব শিহরিত অস্ট্রেলিয়ার ফুটবলের ঘটনা জনসমক্ষে আসতেই। অস্ট্রেলিয়ায় এ লিগে ছিল মেলবোর্ন ডার্বি। মুখোমুখি হয়েছিল মেলবোর্ন ভিক্ট্রি ও মেলবোর্ন সিটি। সেই ম্যাচ চলাকালীনই ধুন্ধুমার পরিস্থিতি! মাঠে ঢুকে পড়ে সটান গোলকিপারের উপর চড়াও হলেন ফুটবলপ্রেমীরা। যার জেরে ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন আয়োজকরা। ঘটনার তীব্র নিন্দা করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তনরা।

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ডার্বিতে ধুন্ধুমার, ম্যাচ পরিত্যক্ত!

শনিবার ফুটবল মাঠে দর্শক হামলার ঘটনায় আহত হয়েছেন সিটি গোলকিপার টম গ্লোভার। তাঁর আঘাত এতটাই গুরুতর যে কনকাসনের লক্ষণও দেখা যায়। ঘটনার সূত্রপাত লিগ কর্তাদের এক সিদ্ধান্তকে ঘিরে। তাঁরা ঘোষণা করেছেন, আগামী তিন বছর এ লিগের গ্র্যান্ড ফাইনাল হবে সিডনিতে। যা মানতে পারেননি ফুটবলপ্রেমীরা। দুই দলেরই কিছু সমর্থক লিগ কর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছিলেন। ম্যাচের ২০ মিনিটের মাথায় দুই দলের সমর্থকরা মাঠ ছেড়ে বেরিয়ে যাবেন, এমন কথাবার্তাও চলছিল।

জানা গিয়েছে, এ লিগের মহিলাদের ম্যাচ শেষের পরেই মেলবোর্ন ডার্বিতে অংশগ্রহণকারী দুই দলের সমর্থকরাই লিগ কর্তাদের বিরুদ্ধে স্লোগান শুরু করেন। মাঠে অনেকে আগুন ছুড়ে মারতে থাকেন। তা গিয়ে লাগে টেলিভিশন ক্যামেরাম্যানের গায়ে। এরপর দর্শকদের ছোড়া আগুন পাল্টা তাঁদের দিকেই ছুড়ে মারেন সিটি গোলকিপার। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সমর্থকরা। বহু সমর্থক ফুটবল মাঠে ঢুকে পড়েন। ঠেলাঠেলি-ধাক্কাধাক্কির মধ্যে একজন ধাতব বালতি নিয়ে সোজা আঘাত করেন সিটি গোলকিপার টম গ্লোভারের মাথায়। এই জলের বালতিটি রাখা ছিল আগুন নেভানোর কাজে। গ্লোভারের মাথা থেকে রক্ত ঝরতে থাকে।

এরপরই তড়িঘড়ি মাঠ থেকে বেরিয়ে যায় দুই দল। টম গ্লোভারের কনকাসনের লক্ষণ থাকায় ড্রেসিংরুমেই তাঁর চিকিৎসা শুরু হয়। পরে আর ম্যাচটি সম্পন্ন করা যায়নি। প্রথমার্ধ পুরো হওয়ার আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। ফুটবল অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ফুটবল মাঠে দর্শক হামলায় একজন ম্যাচ অফিসিয়ালও আহত হয়েছেন। মেলবোর্ন ভিক্ট্রি এফসি-র প্রান্ত থেকেই মাঠে ঢুকে পড়েছিলেন দর্শকরা। ফুটবল অস্ট্রেলিয়া এই ধরনের ঘটনাকে বরদাস্ত করে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন গোলকিপার ড্যানি ভুকোভিচ টুইটারে লেখেন, যা হলো তা খুবই লজ্জার। এই দিনটি অস্ট্রেলিয়ার ফুটবলে কালো দিন।

English summary
Australian A League Match Was Abandoned After Fans Stormed The Pitch And Attacked Goalkeeper. The Goalkeeper Suffered A Suspected Concussion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X