দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে ম্যাচ জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থান দখল করল এটিকে
কলকাতা, ২২ অক্টোবর : শনিবার ঘরের মাঠে খেলতে নেমে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আতলেতিকো দে কলকাতা। প্রথমার্ধের খেলা গোল শূণ্য হলেও দ্বিতীয়ার্ধে কলকাতার হয়ে জয়সূচক গোলটি করেন ইয়ান হিউম। আর আজকের ম্যাচ জিততেই লিগ তালিকায় দ্বিতায় স্থান দখল করে নিল এটিকে। এই মরশুমে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে কলকাতা। এর মধ্যে ২টি জয় এবং ৩ টি ম্যাচ ড্র হয়েছে।[আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
প্রথম থেকই দিল্লি ডায়ানোমোস আক্রমণাত্মক খেলতে শুরু করে। তাদের পাল্টা জবেব দেয় ফান্সিসকো মোলিনার দল। দুই দলই গোল করার বেশ কয়েকটি সুযোগ পেলে প্রথমার্ধে তা কাজে লাগাতে পারেনি। তাই প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূণ্য ভাবেই। এটিকের তারকা খেলোয়ার ইয়ান হিউমের গোলের দিকেই তাকিয়ে ছিল দর্শকরা। শেষ পর্যন্ত এদিন দর্শকদের সেই আশা পূরণ করেন হিউম। ৭৭ মিনিটের মাথায় প্রথম গোল করে ইয়ান হিউম এগিয়ে দেন কলকাতাকে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু থেকেই এটিকে কড়া টক্কর দিতে শুরু করে দিল্লি ডায়নামোসকে। খেলার ৮৫ মিনিটের মাথায় ইয়ান হিউম মাঠ ছাড়েন তার জায়গায় খেলতে নামেন জাভিয়ারা লারা গ্রান্দে। লারা কোন গোল করতে না পারলেও শেষ মূহুর্তের খেলায় দিল্লিকে চাপে রাখতে সক্ষম হন। অতিরিক্ত ৪ মিনিটেও এদিন দিল্লি ডায়নামোস বিশেষ কিছু করে উঠতে পারেনি।
জমে উঠেছে আইএসএল এর তৃতীয় মরশুম। এখনও পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লিগ তালিকায় শীর্ষে অবস্থান করছে। শনিবার ঘরের মাঠে আতলেতিকো দে কলকাতা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে। বিপক্ষ দল দিল্লি ডায়নামোসকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেওয়াটাই ছিল এটিকের মূল লক্ষ্য। সেই লক্ষে পৌঁছাতে নির্ণায়ক গোলটি করেন হিউম। এদিন হিরো অফ দ্য ম্যাচের খেতাবটিও জিতে নেন হিউম।