For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন কাটিয়ে অনুশীলনে এটিকে-মোহনবাগানের এই তারকা ফুটবলার, দেখুন ছবি

লকডাউন কাটিয়ে অনুশীলনে এটিকে-মোহনবাগানের এই তারকা ফুটবলার, দেখুন ছবি

  • |
Google Oneindia Bengali News

কোনও অঘটন না ঘটলে আইএসএলের আগামী মরশুমে এটিকে-মোহনবাগানেই খেলবে গত বারের নায়ক রয় কৃষ্ণা। ফিজিয়ান স্ট্রাইকার সঞ্জীব গোয়েঙ্কা ও সৃঞ্জয় বসু শিবিরের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে। চলতি বছরের আইএসএলেও ভালো খেলার লক্ষ্যে লকডাউনের জড়তা কাটিয়ে দীর্ঘদিন পর অনুশীলনে নামলেন কৃষ্ণা।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

ভোট দিয়ে নিজের ছবি সোস্যাল মিডিয়া পোস্ট করে সবাইকে ভোট গ্রহণে অংশ নেওয়ার জন্য আহ্বান করেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। দেশ ও উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক এই পদ্ধতির অংশ হতে সবাইকে অনুরোধ করেন তিনি।

কৃষ্ণার আইএসএল পরিসংখ্যান

কৃষ্ণার আইএসএল পরিসংখ্যান

আইএসএলের গত মরশুমে এটিকে-এর হয়ে ২১ ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন রয় কৃষ্ণা। এটিকে-এর তৃতীয়বারের জন্য খেতাব জয়ের পিছনে তাঁর ভূমিকাই সবচেয়ে বেশি বলা চলে। ৩২ বছরের এই ফিজিয়ান স্ট্রাইকার ওড়িশা এফসি-এর বিরুদ্ধে হ্যাটট্রিক করে টুর্নামেন্টের প্লে-অফে এটিকে-এর জায়গা নিশ্চিত করেছিলেন। গত মরশুমের আইএসএলে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন রয় কৃষ্ণা।

বরুন ধওয়ান

বরুন ধওয়ান

অনান্যদের মতো আজ নিজের কেন্দ্রে ভোট দিতে যান বরুন ধওয়ান। কিন্তু ভোটার তালিকায় নাম না থাকার জন্য ভোট দিতে পারেননি বরুন।

ভারতের আসার আগে

ভারতের আসার আগে

গত মরশুমে ভারতে খেলতে আসার আগে অস্ট্রেলিয় লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রয় কৃষ্ণা। ওয়েলিংটন ফোনেক্সের হয়ে ২৭ ম্যাচ খেলে ১৯ গোল করেছিলেন ফিজিয়ান স্ট্রাইকার। জাতীয় দল ফিজির অধিনায়ক কৃষ্ণা আদতে ভারতীয় বংশোদ্ভুত। ১৪০ বছর তাঁর পূর্ব পুরুষ ভারত ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছিলেন।

জোয়া আখতার

জোয়া আখতার

ভোট দিয়ে পরিচালক জোয়া আখতার জানান, প্রতিবছরই ভোট দেন তিনি। এবছর যেই আসুক ক্ষমতায়, সে যেন পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দেয়। দিনের শুরুতেই ভোট দিতে নিজের কেন্দ্রে পৌঁছে যান জোয়া আখতার।

এটিকে-এর সঙ্গে চুক্তিবদ্ধ

এটিকে-এর সঙ্গে চুক্তিবদ্ধ

গত বছর কেবল এক মরশুমের জন্যই এটিকে-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রয় কৃষ্ণা। ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া ফিজিয়ান স্ট্রাইকারকে ছাড়তে চায়নি আন্টোনিও লোপেজ হাবাসের দল। রয় নিজেও কলকাতার দর্শকদের আবেগ ও উন্মাদনায় মুগ্ধ হয়েছেন। তাই তিনি আগামী মরশুমে এটিকে-মোহনবাগানের হয়ে খেলতে রাজি হয়েছেন।

রেখা

রেখা

সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে যান কালজয়ী অভিনেত্রী রেখা। স্বভাবগতভাবে তিনি মিডিয়ার সঙ্গে কোনও কথা বলেননি এদিনও।

অনুশীলনে কৃষ্ণা

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রয় কৃষ্ণা। সেই ছবিতে তাঁকে মাঠে নেমে অনুশীলন করতে দেখা যাচ্ছে। ফুটবলার লিখেছেন, লকডাউনের বিধিনিষেধ কাটিয়ে তিনি আবারও পুরনো মেজাজে। তা দেখে আশ্বস্ত হয়েছেন এটিকে-মোহনবাগান সমর্থকরা।

শায়না এনসি

শায়না এনসি

বিজেপি নেত্রী শায়না এনসি এদিন সাইকেলে করে ভোট দিতে যান। যদিও তাঁর নামও ভোটার তালিকায় না থাকায় প্রথমে তিনি ভোট দিতে পারেননি। পরে কর্তৃপক্ষের সহযোগীতায় তিনি ভোট দিতে পারেন।

শচীন তেন্ডুলকার

শচীন তেন্ডুলকার

দুপুর ১ টা ৮ নাগাদ মুম্বইয়ের বান্দ্রা কেন্দ্রে ভোট দিতে যান ক্রিকেট টারকা শচীন তেণ্ডুলকার। তাঁর সঙ্গে ভোট দিতে যান স্ত্রী অঞ্জলিও।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

দুপুর ১২.১৩ নাগাদ জুহু কেন্দ্রে ভোট দিতে যান বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

রনবীর সিং

রনবীর সিং

ভোট দিতে গিয়েছিলেন বলিউড অভিনেতা রনবীর সিং ও। ভোট দেওয়ার পর তিনি এই গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা রেখে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বেতন না পেলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিফায় যাওয়ার হুমকি এবার সহকারি কোচেরবেতন না পেলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিফায় যাওয়ার হুমকি এবার সহকারি কোচের

English summary
ATK star Roy Krishna start training after coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X