
যুবভারতীতে নিভল আলো, ছারখার এটিকে মোহনবাগান! কারিকারি ও রহিমের গোলে বাজিমাত চেন্নাইয়িন এফসি-র
হোম ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করলেও জয়ের মুখ দেখতে পারল না এটিকে মোহনবাগান। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটিতে চেন্নাইয়িন এফসি প্রথমার্ধে পিছিয়ে থেকেও ২-১ গোলে হারিয়ে দিল জুয়ান ফেরান্দোর দলকে। ২৭ মিনিটে মনবীর সিংয়ের করা গোলের সুবাদে এগিয়ে ছিল সবুজ মেরুন। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান চেন্নাইয়িনের কারিকারি। ৮৩ মিনিটে তাঁরই অ্যাসিস্টে রহিম আলির গোলে ছারখার বাগান।

(ছবি- এফএসডিএল)
বলের দখল রাখার নিরিখে শতাংশের বিচারে ৫৫-৪৫ ব্যবধানে এগিয়ে ছিল সবুজ মেরুন। এটিকে মোহনবাগানের ফুটবলাররা যেখানে ৭৮ শতাংশ সঠিক পাস খেলেছেন, সেখানে চেন্নাইয়িন কিছুটা পিছিয়ে (৭৪ শতাংশ)। বাগান যেখানে টার্গেটে শট রেখেছিল সাতটি, সেখানে চেন্নাইয়িন ৩টি। প্রথমার্ধে দাপট ছিল এটিকে মোহনবাগানেরই। এমনকী দ্বিতীয়ার্ধের বেশ কিছুটা সময়েও। প্রথম থেকেই চেন্নাইয়িনের রক্ষণে আছড়ে পড়ছিল সবুজ মেরুনের আক্রমণ। এটিকে মোহনবাগানের গোলটি আসে প্রতি আক্রমণে গিয়ে।
@atkmohunbaganfc draw first blood courtsey of a good strike from @manvir_singh07 ⚡
— Indian Super League (@IndSuperLeague) October 10, 2022
Watch the #ATKMBCFC game live on @DisneyPlusHS - https://t.co/et6B66pPFt and @OfficialJioTV
Live Updates: https://t.co/vJ3sNZlRy1#HeroISL #LetsFootball #ATKMohunBagan #ChennaiyinFC pic.twitter.com/MMWbGTVhYm
মনবীর প্রথমে বল বাড়ান দিমিত্রি পেত্রাতসকে। তিনি আবার মনবীরের উদ্দেশ্যেই বল বাড়ান। মনবীর গোলকিপারকে পরাস্ত করে জালে জড়াতে কোনও ভুল করেননি। তবে চেন্নাইয়িনের গোলকিপার বেশ কয়েকটি ভালো সেভ করেন। তা সত্ত্বেও কয়েকটি সুযোগ বা হাফ চান্স কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই সবুজ মেরুন ২ বা তিন গোলে এগিয়ে থাকতে পারতো।
Wins the penalty ✅
— Indian Super League (@IndSuperLeague) October 10, 2022
Scores the penalty ✅
Karikari levels it for @ChennaiyinFC and scores the 2⃣0⃣0⃣th #HeroISL goal for the Marina Machans! 👏
Watch the #ATKMBCFC game live on @DisneyPlusHS - https://t.co/5rdOmQpFxh and @OfficialJioTV#LetsFootball #ATKMohunBagan pic.twitter.com/xsO7Me6eGk
ম্যাচের দ্বিতীয়ার্ধেও শুরুটা খারাপ করেনি এটিকে মোহনবাগান। তবে আচমকাই নিভে যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের একটি বাতিস্তম্ভ। ৫১ মিনিটের মাথায় ঘটনাটি ঘটে। যার জেরে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আলো ফের জ্বলে ওঠার পর অবশ্য ক্রমেই ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে চেন্নাইয়িন এফসি। ৬৩ মিনিটে বাগান গোলরক্ষক বিশাল কাইথ বল নিতে গিয়ে কোয়ামে কারিকারিকে ফাউল করে বসেন। যার জেরে পেনাল্টি পেয়ে যায় চেন্নাইয়িন। কারিকারির গোলে সমতা ফেরায় চেন্নাইয়িন। কারিকারি মিনিট তিনেক আগেই নেমেছিলেন পরিবর্ত হিসেবে। এটিকে মোহনবাগান গোল পাওয়ার চেষ্টা চালিয়েও লাভবান হয়নি।
🆒 and Composed! 🥶 #ATKMBCFC #HeroISL #LetsFootball #ChennaiyinFC #RahimAli | @ChennaiyinFC pic.twitter.com/Wg1INVYj6R
— Indian Super League (@IndSuperLeague) October 10, 2022
ডান প্রান্তে থ্রু বল পেয়ে কারিকারি তা পাঠিয়ে দেন বক্সের কাছে দাঁড়িয়ে থাকা রহিম আলিকে লক্ষ্য করে। রহিমই চেন্নাইয়িনের জয়সূচক গোলটি করেন। ৮৮ মিনিটে হুগো বুমৌস বক্সের মধ্যে পড়ে যেতেই এটিকে মোহনবাগান পেনাল্টির দাবি জানায়, যদিও কর্ণপাত করেননি রেফারি। এটিকে মোহনবাগান এদিন খেলায়নি ফ্লোরেনটিন পোগবাকে। এদিনের পরাজয়ে স্বাভাবিকভাবেই আঙুল উঠবে গোলকিপার ও রক্ষণের ভুলের দিকেই।