For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের ডার্বি দেখার অপেক্ষা সৌরভের, ১ লক্ষের যুবভারতীতে মোহন-ইস্ট মহারণ নিয়ে কী বললেন মহারাজ

আইএসএলের ডার্বি দেখার অপেক্ষা সৌরভের, ১ লক্ষের যুবভারতীতে মোহন-ইস্ট মহারণ নিয়ে কী বললেন মহারাজ

  • |
Google Oneindia Bengali News

করোনা অতিমারির আবহের মাঝে আজ আইএসএলে ঢাকে কাঠি। সন্ধ্যে ৭.৩০ মিনিটে এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাষ্টার্স ম্যাচ দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুমের পর্দা উঠতে চলেছে। সেই সঙ্গে এই ম্যাচ দিয়ে আইএসএলের নতুন দল এটিকে-মোহনবাগানেরও পথ চলা শুরু। দ্বিতীয় ম্যাচেই এরপর বাঙালির চিরন্তন ডার্বি যুদ্ধে এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল। এদিন আইএসএলে চলতি মরসুমে বল গড়ানোর আগে এটিকে-মোহনবাগানের অন্যতম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন জেনে নেওয়া যাক।

ডার্বির জন্যে মুখিয়ে সৌরভ

ডার্বির জন্যে মুখিয়ে সৌরভ

২৭ নভেম্বর আইএসএল মঞ্চে প্রথম ডার্বি দেখার জন্যে মুখিয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক ভিডিও সাক্ষাৎকার আইএসএল নিয়ে বলতে গিয়ে মহারাজ এমনটাই জানিয়েছেন।

 ডার্বি দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন সৌরভ

ডার্বি দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন সৌরভ

সৌরভ বলেন, 'গোয়াতে আইএসএলের প্রথম ডার্বির উত্তাপ দেখার জন্যে মুখিয়ে রয়েছি। ডার্বি মানেই বাঙালির কাছে অন্য আবেগ। ডার্বি মানেই বাঙালীদের কাছে উৎসব। ছোটবেলায় বাঙালির বড় ম্যাচ সেই সময় ইডেনে হত। বাবার হাত ধরে ইডেনে ডার্বি দেখেছি। যুবভারতীতে অবশ্য খুব বেশি ডার্বি ম্যাচ দেখা হয়নি। তবে টিভির পর্দায় চোখ রাখতাম। এবছর মাঠে বসে দর্শকদের খেলা দেখার অবশ্য কোনও সুযোগ থাকছে না। তাই অবশ্যই ডার্বি ম্যাচে টিআরপিতে নজর রাখবেন। এবার ডার্বি ম্যাচের টিআরপি সবচেয়ে বেশি হতে চলেছে।'

যুবভারতীতে ১ লক্ষ দর্শকদের সামনে ডার্বি দেখতে মুখিয়ে সৌরভ

যুবভারতীতে ১ লক্ষ দর্শকদের সামনে ডার্বি দেখতে মুখিয়ে সৌরভ

সৌরভ আরও জানান, 'তবে মাঠের পরিস্থিতি না দেখলে আইএসএলের দর্শকদের পক্ষে ডার্বির উত্তাপ বোঝা সম্ভব নয়। পরের মরসুমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যুবভারতীর সল্টলেক স্টেডিয়ামে ডার্বি ম্যাচ হলে ১ লক্ষ মানুষের সামনে আইএসএল ডার্বি হলে তা নিয়ে দারুণ উন্মদনা তৈরি হতে চলেছে।'

নিজের অভিজ্ঞতা জুড়লেন মহারাজ

নিজের অভিজ্ঞতা জুড়লেন মহারাজ

সেই সঙ্গে সৌরভ নিজের ক্রিকেট কেরিয়ারে ১ লক্ষ মানুষের সামনে ম্যাচ খেলার অভিজ্ঞতার সঙ্গে তুলনা টানলেন। সৌরভ বলেন, 'এর আগে ইডেনে ১ লক্ষ মানুষের সামনে ক্রিকেট খেলেছি। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের পঞ্চম দিনে ১ লক্ষ২৫ হাজার মানুষের সামনে খেলছিলাম। আগামী দিনে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গলের আইএসএল ডার্বিতে ১ লক্ষ সমর্থক গ্যালারি মাতাতে চলেছেন বলে আশাবাদী।'

English summary
ATK Mohun Bagan's Director Sourav Ganguly has his eyes set on the first Kolkata derby on November 27
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X