For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিকে-মোহনবাগান নাকি মোহনবাগান-এটিকে! শেষ পর্যন্ত কোন নামে খেলছে কলকাতার মার্জার হওয়া দুই ক্লাব

এটিকে-মোহনবাগান নাকি মোহনবাগান-এটিকে! কোন নামে খেলবে কলকাতার মার্জার হওয়া দুই ক্লাব

  • |
Google Oneindia Bengali News

এটিকে-মোহনবাগান নাকি মোহনবাগান-এটিকে! কোন নামে খেলতে চলেছে কলকাতার মার্জার হওয়া দুই ক্লাব। শেষ পর্যন্ত শোনা যাচ্ছে জল্পনার অবসান ঘটিয়ে মার্জার হওয়া দুই ক্লাব আগামী মরসুমে এটিকে-মোহনবাগান নামে আইএসএল খেলতে চলেছে। ইতিমধ্যেই সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবের নাম ঘোষণা বাকি।

কবে থেকে মার্জার দুই ক্লাব

কবে থেকে মার্জার দুই ক্লাব

চলতি বছরের জানুয়ারি মাসে এটিকের সঙ্গে মোহনবাগান ক্লাব গাঁটছড়া বাঁধে। তারপর থেকে নতুন ক্লাবের কী নাম হবে সেই নিয়ে দুই ক্লাবের সমর্থকদের মধ্য জল্পনা তৈরি হয়েছিল।

 ক্লাবের নাম কী হবে, কী বলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা

ক্লাবের নাম কী হবে, কী বলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা

ক্লাবের নাম কী হবে, সেই নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে, দুই ক্লাবের মার্জারের পর নতুন নামকরণ এটিকে-মোহনবাগান হবে তিনি জানিয়ে রেখেছিলেন তিনি।

কী নামে মার্জার ক্লাবের নাম নথিভুক্ত হতে চলেছে

কী নামে মার্জার ক্লাবের নাম নথিভুক্ত হতে চলেছে

ক্লাবের নাম এটিকে-মোহনবাগান হওয়ার পাশাপাশি এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড হিসাবেই ভারত সরকারের কর্পোরেট সাইটে নথিভুক্ত করা হতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত ক্লাবের ৮০ শতাংশ শেয়ারের মালিক এটিকে। ২০ শতাংশ মোহনবাগানের হাতে রয়েছে।

কবে থেকে এই নামে পথ চলা শুরুর কথা ছিল

কবে থেকে এই নামে পথ চলা শুরুর কথা ছিল

করোনা পরিস্থিতিতে ভারতে এখন থর হরিকম্প অবস্থা। জুন মাস থেকে মার্জার দুই ক্লাবের একসঙ্গে পথ চলার কথা থাকলেও করোনা থাবায় তা এখনও সম্ভব হয়নি। দেশে এখন অনলক ওয়ান পরিস্থিতি। যেখানে গণপরিবহন থেকে শুরু করে অফিস কাছারি সবই খুলে গিয়েছে। লকডাউনের ৮০ শতাংশ এখন প্রায় শিথিল। সেক্ষেত্রে ১ জুলাই থেকে মার্জার দুই ক্লাবের একসঙ্গে পথ চলা শুরু হতে পারে।

এএফসি কাপে কোন স্লটে খেলবে মার্জার ক্লাব

এএফসি কাপে কোন স্লটে খেলবে মার্জার ক্লাব

গত মরসুমে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন ও এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তির পর মার্জার ক্লাব এবার আই লিগে শীর্ষ স্লট থেকে এএফসি কাপের গ্রুপ স্টেজ থেকে সরাসরি খেলবে। আই এসএল লিগ পর্বে এটিকে দ্বিতীয় স্থানে শেষ করেছিল। এটিকের ছেড়ে দেওয়া সেই স্লটে বেঙ্গালুরু এফসি কাপে খেলবে।

English summary
atk-mohun bagan or mohun bagan atk, the new name of merged entity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X