For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেমন হবে এটিকে মোহনবাগানের দল, ইঙ্গিত স্প্যানিশ কোচের

কেমন হবে এটিকে মোহনবাগানের দল, ইঙ্গিত স্প্যানিশ কোচের

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় আটকে ফুটবল। ভারতে ফুটবল শুরু হতে সেপ্টেম্বর মনে করেছে বিশেষজ্ঞ মহল। এর মাঝে ইস্টবেঙ্গল নতুন মরসুমের জন্য দল গোছানোয় অন্যদের দারুণভাবে টেক্কা দিয়েছে। এবার নতুন মরশুমের জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন গত বারের আইএসএল চ্যাম্পিয়ন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান

নতুন মরসুমে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের সঙ্গে গাঁটছাড় বেঁধে আইএসএলে খেলতে চলেছে এটিকে। কলকাতার দুই হেভিওয়েট দলের সংযুক্তিকরণে তাই দারুণ দল বাছাই করতে চাইছেন স্প্যানিশ কোচ। প্রসঙ্গত নতুন দল এটিকে মোহনবাগানে আন্তোনিও লোপেজ হাবাসকেই কোচ রাখা হয়েছে।

গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন

গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন

গত মরসুমে আইএসএল ট্রফি জিতেছিল এটিকে। টুর্নামেন্টে ইতিহাসে এটিকে সর্বাধিক তৃতীয় বার আইএসএল চ্যাম্পিয়ন হয়। যার মধ্য দুবার হাবাসের কোচিংয়ে এটিকে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে স্প্যানিশ কোচের থেকে নতুন মরসুমে প্রত্যাশা আরও তুঙ্গে।

আই লিগে চ্যাম্পিয়ন মোহনবাগান

আই লিগে চ্যাম্পিয়ন মোহনবাগান

অন্যদিকে গত আই লিগে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের থেকে কারা এটিকে মোহনবাগান নতুন ক্লাবে সুযোগ পাবে সেটাই এখন প্রশ্ন!

নতুন দলকে ঢেলে সাজাতে চাইছেন হাবাস

নতুন দলকে ঢেলে সাজাতে চাইছেন হাবাস

দেশের দুটি লিগের দুই চ্যাম্পিয়ন দল আসন্ন মরসুমে এটিকে মোহনবাগান নামে আইএসএলে খেলতে চলেছে। তাই নতুন দলটিকে ঢেলে সাজাতে চাইছেন স্প্যানিস কোচ হাবাস। এক্ষেত্রে স্প্যানিশ ফুটবলাররা তাঁর কাছে প্রথম পছন্দ বলে এটিকের স্প্যানিশ কোচ ইঙ্গিত দিয়েছেন।

চ্যাম্পিয়ন এটিকেতে স্প্যানিশ ব্রিগেডের অবদান

চ্যাম্পিয়ন এটিকেতে স্প্যানিশ ব্রিগেডের অবদান

গত মরসুমে এটিকে স্প্যানিশ ব্রিগেড ট্রফি জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। আক্রমণে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামের জুটি ২২টি গোল করেছিল। মাঝমাঠে লুই গার্সিয়া, জাভি হার্নান্দেজের ঈর্ষণীয় পারফর্ম্যান্স ছিল।

স্প্যানিশ ফুটবলার চাইছেন হাবাস

স্প্যানিশ ফুটবলার চাইছেন হাবাস

স্প্যানিশ ফুটবলারদের পেশাদার মানসিকতার প্রশংসা করেছেন হাবাস। সেই সঙ্গে হাবাস, দলে খেলার পদ্ধতির সঙ্গে স্প্যানিশ ফুটবলারদের মানিয়ে নিতে সুবিধা হবে বলে মন্তব্য মনে করেন। ভারতীয় ফুটবলে কোচিং করিয়ে এটিকেকে দুই ফুটবল মরসুমে চ্যাম্পিয়ন করেছেন। আগামী দিনে স্প্যানিশ ব্রিগেডে ভরসা রেখে দলকে আরও সাফল্য এনে দিতে চান হাবাস।

সরকারি নিষেধাজ্ঞার মধ্যে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর নিয়ে কি সিদ্ধান্ত নিল বিসিসিআইসরকারি নিষেধাজ্ঞার মধ্যে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর নিয়ে কি সিদ্ধান্ত নিল বিসিসিআই

English summary
atk mohun bagan manager antonio lopez habas hints about new team recruitment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X