For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL 2022: ফের কলকাতার এই ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারেন ‘স্পাইডারম্যান’, দৌড়ে রয়েছে আরও দুই

Google Oneindia Bengali News

লিগের শুরু থেকেই এটিকে মোহনবাগানের গোল দূর্গে ভরসা জোগাতে ব্যর্থ হয়েছেন অমরিন্দর সিং। মুম্বই সিটি এফসি থেকে জামাই আদর করে বাগানের জার্সি তুলে দেওয়া হয়েছিল অমরিন্দরের হাতে। এমনকী অমরিন্দরের উপর এতটাই ভরসা করেছিল এটিকেএমবি যে এএফসি কাপে বেঞ্চে জায়গা হয়েছিল গত মরসুমে সবুজ-মেরুন জার্সিতে মাঠ একের পর এক ম্যাচে অনবদ্য পারফর্ম করা অরিন্দম ভট্টাচার্যের। বাধ্য হয়ে আইএসএল-শুরুর আগে সুযোগ না পেয়ে দল ছাড়েন অরিন্দম।

ISL 2022: ফের কলকাতার এই ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারেন ‘স্পাইডারম্যান’, দৌড়ে রয়েছে আরও দুই

অমরিন্দরের নিজের উপর ভরসার মান রাখতে পারেননি। একাধিক ম্যাচে অমরিন্দরের খারাপ গোল কিপিং ডুবিয়েছে এটিকে মোহনবাগানকে। এখনও পর্যন্ত ৯ ম্যাচে ১৮ গোল হজম করেছেন অমরিন্দর। প্রতি ম্যাচে গড়ে দু'টি করে গোল হজম করেছেন তিনি।

দ্বিতীয় গোলরক্ষক অভিলাস পাল এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন, এই পরিস্থিতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো'তে ভাল মানের গোলরক্ষক আনা নিয়ে তোড়জোড় শুরু করে দিল বাগানের টিম ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, তিন ভারতীয় গোলরক্ষকের কাছে পৌঁছে গিয়েছে এটিকেএমবি'র প্রস্তাব। এই তিন গোলরক্ষক হলেন সুব্রত পাল, শুভাশিস রায় চৌধুরি ও করণজিৎ সিং।

এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় কিছুটা এগিয়ে নর্থইস্ট গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরি। কোচ খালিদ জামিল ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু সমস্যা তৈরি হওয়ায় দল ছাড়তে চান তিনি। অপরদিকে, দেশের প্রাক্তন এক নম্বর গোলরক্ষক সুব্রত পালের সঙ্গে হায়দরাবাদ এফসি'র চুক্তি থাকলেও তাঁকে আইএসএল-এর জন্য রেজিস্টার করায়নি নিজামের শহরের দল। ভারতীয় ফুটবলের স্পাইডারম্যানকে আর্থিক দিক থেকেও অনেক কমে পেতে পারে এটিকে মোহনবাগান।

বাগানের নজর রয়েছে কেরল ব্লাস্টার্সের করণজিৎ সিং-এর উপরও। স্কোয়াডে থাকলেও খুব বেশি সুযোগ পাননি এই পঞ্জাব তনয়। প্রথম একাদশের গোলরক্ষক অ্যালবিনো গোমসের চোটের পর সুযোগ পান প্রভসুখন সিং গিল। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের অন্যতম পছন্দ শুভাশিস হলেও কম অর্থ খরচেই পেয়ে যাওয়ার সুযোগ থাকায় দৌড়ে এগিয়ে রয়েছেন সোদপুরের মিষ্টু। এছাড়া শুভাশিস'কে নর্থইস্ট লোনে না ছাড়লে ট্রান্সফার ফি দিয়ে আনতে গেলে মোটা অঙ্ক খরচ করতে হবে। নর্থ ইস্টের সঙ্গে মে মাসের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে শুভাশিসের। কিন্তু সুব্রতকে যে হেতু রেজিস্টারই করানো হয়নি তাঁকে লোনে ছাড়তে কোনও সমস্যা হওয়ার কথা নয়। সুব্রত চাইলে রিলিজও পেয়ে যেতে পারেন। সুব্রতকে পাওয়াটা অনেকটা সহজ এই দিক থেকে। তাই পারফরম্যান্সের বিচারে শুভাশিস পছন্দের শীর্ষে থাকলেও সহজে পাওয়া যাবে সুব্রতকেই। বাগান সূত্রে খবর, যাকেই নেওয়া হোক প্রাথমিক ভাবে তাঁর সঙ্গে চলতি মরসুমের শেষ পর্যন্ত চুক্তি করা হবে। পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজর কাড়লে চুক্তি বাড়ানো হতে পারে।

English summary
ATK Mohunn Bagan is in search for new goalkeeper. They have already begun talks with Subrata Paul, Subhasish Roy Chowdhury, Karanjit Singh. Continues Off form of Amrinder singh is one of the main concerns for the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X