For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগেই বড় ঘোষণা এটিকে মোহনবাগানের, বড় মাপের তিন তারকার সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি এটিকে মোহনবাগানের

পুজোর আগেই বড় ঘোষণা এটিকে মোহনবাগানের, বড় মাপের তিন তারকার সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি এটিকে মোহনবাগানের

Google Oneindia Bengali News

দুর্গা পূজার ষষ্ঠীতে সবুজ-মেরুন সমর্থকদের জন্য খুশির খবর নিয়ে এল এটিকে মোহনবাগান। দূর্গা পূজার আমেজে যখন মেতে উঠেছে গোটা বিশ্ব তখন দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সবুজ-মেরুন সমর্থকদের খুশি আরও বাড়িয়ে দিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তিন হাইপ্রোফাইল তারকার সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির কথা ঘোষণা করল তারা।

লিস্টন কোলাসোর সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি সবুজ-মেরুনের:

লিস্টন কোলাসোর সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি সবুজ-মেরুনের:

বর্তমানে ভারতীয় ফুটবলের সেরা উইঙ্গার লিস্টন কোলাসোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরে ফলল এটিকে মোহনবাগান। আগামী পাঁচ বছর সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে ২০২১-২২ মরসুমে আইএসএল-এর সর্বোচ্চ ভারতীয় গোলদাতাকে। আইএসএল-এর অষ্টম সংস্করণে নিজে আটটি গোল করার পাশাপাশি ছাড়াও ছয়টি অ্যাসিস্ট করেছিলেন লিস্টন কোলাসো। এটিকে মোহনবাগানের জার্সিতে এএফসি কাপে চারটি গোল ছিল তাঁর।

চুক্তি বাড়ানো হয়েছে মনবীর সিং-দীপক টাংরির সঙ্গে:

চুক্তি বাড়ানো হয়েছে মনবীর সিং-দীপক টাংরির সঙ্গে:

লিস্টন কোলাসোর মতোই এটিকে মোহনবাগান চুক্তি বাড়িয়েছে জাতীয় দলের তারকা স্ট্রাইকার মনবীর সিং-এর সঙ্গে। মনবীরের সঙ্গে চার বছরের চুক্তি করেছে সবুজ-মেরুন। অপর দিকে, তরুণ ফুটবলার দীপক টাংরির সঙ্গে চার বছরের চুক্তি করেছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

নতুন চুক্তির পর তিন ফুটবলারের প্রতিক্রিয়া:

নতুন চুক্তির পর তিন ফুটবলারের প্রতিক্রিয়া:

নতুন চুক্তির পর উচ্ছ্বসিত লিস্টন বলেছেন, "দেশের ঐতিহ্যবাহী ক্লাবে এসে দেখলাম পরিবেশ এবং পরিকাঠামো খুব ভাল। সেই জন্যই পাঁচ বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গত বছর ভাল খেলেও অল্পের জন্য আইএসএল ট্রফি পাইনি। এ বার ট্রফি পেতে চাই। আমাদের দল এ বার আরও শক্তিশালী হয়েছে। আমার মতো দলের সবাই একশো শতাংশ দিতে তৈরি।" একই রকম মনোভাব মনবীর এবং দীপকের। দু'জনেই বলেন, "এখন আমাদের একমাত্র লক্ষ্য জয় দিয়ে আইএসএল-এ এ বারের মরসুম শুরু করা এবং চ্যাম্পিয়ন হওয়া।"

দুর্গা পূজার জন্য ছুটি এটিকে মোহনবাগানের অনুশীলনে:

দুর্গা পূজার জন্য ছুটি এটিকে মোহনবাগানের অনুশীলনে:

এ দিকে প্রায় তিন সপ্তাহ অনুশীলনের পর দুর্গাপুজোয় তিন দিন ফুটবলারদের ছুটি দিয়েছেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। ৪ অক্টোবর থেকে আইএসএল-এর চূড়ান্ত প্রস্তুতি। অনুশীলন হবে যুবভারতীতে। ১০ অক্টোবর এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ যুবভারতীতে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে।

ফিফা বিশ্বকাপে বড় চমক দিচ্ছে কাতার, প্রদর্শিত হবে মারাদোনার কোন বিশেষ স্মারক?ফিফা বিশ্বকাপে বড় চমক দিচ্ছে কাতার, প্রদর্শিত হবে মারাদোনার কোন বিশেষ স্মারক?

English summary
ATK Mohun Bagan extend contract with Liston Colaco, Manvir Singh and Deepak Tangri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X