For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে এটিকে মোহনবাগানের ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কৌশলী হাবাস

Google Oneindia Bengali News

জয় দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করেছে গতবারের রানার-আপ এটিকে মোহনবাগান। আন্তোনিও লোপেজ হাবাসের দল এবারের আইএসএলের উদ্বোধনী ম্যাচেই ৪-২ গোলে হারিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসিকে। জোড়া গোল করেছেন হুগো বুমোস। পেনাল্টি থেকে গোল করেছেন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধে গোল পান লিস্টন কোলাসো। কাল তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শনিবাসরীয় ডার্বিতে স্বাভাবিকভাবেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে সবুজ-মেরুন।

এটিকে মোহনবাগানের ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কৌশলী হাবাস

যদিও ডার্বিতে নিজেদের ফেভারিট মানতে নারাজ কোচ হাবাস। আগের ম্য়াচে দ্বিতীয়ার্ধে দলের খেলায় গা ছাড়া মনোভাব যাতে ডার্বিতে না দেখা যায় সেজন্য ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন তিনি। কোনও দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ না খেলেও প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে হাবাস বলেন, আমি মনে করিনি প্রস্তুতি ম্যাচ খেলা জরুরি। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা অনেক বেশি কার্যকরী। গত মরশুমেও আমরা প্রস্তুতি ম্যাচ খেলিনি। পেশাদাররা কখনও একই ভুল প্রতি মরশুমে করে না।

প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর শোনা গিয়েছে হাবাসের গলায়। তিনি বলেন, এসসি ইস্টবেঙ্গলের এবার নতুন দল। নতুন কোচ এসেছেন। এমনিতে থিতু হতে অন্তত এক বছর লাগে, কিন্তু ভারতে সব কিছু খুব দ্রুত তৈরি করে নিতে হয়। এখানে চূড়ান্ত ফলই বেশি গুরুত্ব পায়। দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা কলকাতায় হচ্ছে না, গ্যালারিতে দর্শকও থাকবে না। ফলে অন্য শহরে হচ্ছে, কোনও সমর্থক থাকবে না। ফলে এই ডার্বিতে কে এগিয়ে তা আগাম বলা যায় না।

এটিকে মোহনবাগানের ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কৌশলী হাবাস

হুগো বুমোস, লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ, জনি কাউকোদের নিয়ে সমর্থক থেকে সংবাদমাধ্যমের মাতামাতি দেখেও অসন্তুষ্ট হাবাস। তাঁর কথায়, আমার দলে অমরিন্দর, প্রীতম, প্রবীর, তিরিরাও রয়েছেন। তিন-চারজন ফুটবলারকে নিয়ে একটা দল হয় না। আমার কাছে সকল খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। সকলের প্রতি আমি সমান শ্রদ্ধাশীল। গত মরশুমের সাফল্যের কথাও এই ডার্বির আগে মাথায় রাখতে চাইছেন না হাবাস। তিনি বলেন, প্রতিটি দিন একই কাজের যেমন একই ফল মেলে না, তেমনই ইতিহাসের পুনরাবৃত্তিও হয় না সব সময়। ডার্বিতেও বিপক্ষকে সমীহ করতে হবে। খেলোয়াড়, কোচরা সব সময় বেশি কথা বলেন না। ম্যাচের ৯০ মিনিটেই তাঁরা যা বলার, করার করে থাকেন।

এটিকে মোহনবাগানের ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কৌশলী হাবাস

ডার্বিতে তিরিকে পাচ্ছে না এটিকে মোহনবাগান। তিনি বাদে সকলেই সুস্থ। রণকৌশলও গোপনই রাখলেন হাবাস। তিনি বলেন, সব ম্যাচে সমানভাবে খেলা যায় না। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী বিপক্ষ কেমন খেলছে সেই অনুযায়ী পরিকল্পনা করাটাই স্বাভাবিক। কার হলুদ কার্ড রয়েছে, কাকে কতক্ষণ খেলানো যাবে এই সব বিষয়ও বিবেচনাধীন থাকে। তৎক্ষণাৎ কিছু সিদ্ধান্ত নিতে হয়। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তার ব্যতিক্রম হবে না।

উল্লেখ্য, কেরালা ম্যাচে দীপক টাংরি ও কার্ল ম্যাকহিউ হলুদ কার্ড দেখে রয়েছেন। তবে তাঁদের প্রথম একাদশে রাখবেন কিনা সেটা খোলসা করেননি হাবাস। বল দখলে রাখার বিষয়টিও তাঁর কাছে গুরুত্বহীন। পেরোসেভিচ বা চিমাকে বাড়তি গুরুত্ব না দিয়ে গোটা এসসি ইস্টবেঙ্গলকে কীভাবে আটকাবেন সেটাই পরিকল্পনা করছেন। ব্যক্তিগত মার্কিংয়ে বিশ্বাস করেন না হাবাস। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গোল হজম করতে হয়েছিল। দ্বিতীয়ার্ধে দলের খেলায় আত্মতুষ্টির ছাপ দেখে ফুটবলারদের হাবাসের নির্দেশ, জয় মোহনবাগান স্লোগান সফল করতে ৯০ মিনিট একই তীব্রতায় খেলতে হবে।

English summary
ATK Mohun Bagan Coach Habas Does Not Think That His Team Will Start As Favourite Against SCEB. In The Last Edition Of ISL, ATKMB Have Won Both The Matches Against SC East Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X