
AFC Cup: গঙ্গাপারের ক্লাবের বিরুদ্ধে পরাভূত পদ্মাপারের আবহনী, এএফসি কাপের মূলপর্বে মোহন জনতার সাধের বাগান
এএফসি কাপের মূল পর্বে জায়গা পাকা করে নিল এটিকে মোহনবাগান। দুই বাংলার দ্বৈরথে ডেভিড উইলিয়ামসের হ্যাটট্রিকে বাংলাদেশের ক্লাব ঢাকা আবহনীকে ৩-১ গোলে হারিয়ে এএফসি কাপের মূল পর্বের টিকিট অর্জন করে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড। পদ্মাপারের দলের বিরুদ্ধে গঙ্গাপারের দলের দ্বৈরথে দাপিয়ে বেড়াল এটিকে মোহনবাগান।

মঙ্গলবারের সন্ধ্যায় নৈশালোকে সুসজ্জিত যুবভারতী ক্রীড়াঙ্গণে শ্রীলঙ্কার ব্লু স্টারের বিরুদ্ধে খেলানো প্রথম একাদশে দু'টি পরিবর্তন আনেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। অর্শ আনওয়ারের পরিবর্তে গোলরক্ষকের ভূমিকায় দলে ফরেন অমরিন্দর সিং এবং ওয়ান্ডার কিড কিয়ান নাসিরির পরিবর্তে চোট কাটিয়ে প্রথম একাদশে ফেরেন লিস্টন কোলাসো। এই দুই পরিবর্তনের ফলে এ দিন আরও বেশি সচল দেখায় এটিকে মোহনবাগানকে।
ম্যাচের প্রথমার্ধে পুরোটাই নিয়ন্ত্রণ করে এটিকে মোহনবাগান, স্কোরশিটের দিকে নজর রাখলেই সেটা স্পষ্ট বোঝা যায়। ম্যাচে ৬ মিনিটে বাম প্রান্ত থেকে জনি কাউকোর ছয় গজ বক্সে বাড়ানো ক্রস মার্কারকে এরিয়ে আবহনীর জালে জড়িয়ে এটিকে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। আক্রমণটি তৈরি হয়েছিল লিস্টন কোলাসোর পা থেকে। কিছু সময়ের মধ্যেই ম্যাচে সমতা ফিরিয়ে আনার সুযোগ এসেছিল আবহনীর সামনে কিন্তু ১৩ মিনিটে মার্কারকে এড়ালেও জালে বল রাখতে পারেননি ড্যানিয়েল কলিন্ড্রেস।
প্রথম গোলটি হজমের পর বেশ কিছুটা চাপে পরে যায় মারিও লেমসের দল। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকবার আক্রমণে আসে বাগানের কাউকো-লিস্টনরা। তবে আবাহনীর রক্ষণের তৎপরতায় গোল মুখ খুলতে পারেনি বাগান। ম্যাচের ২০ মিনিটের মাথায় প্রবীর দাসের সেন্টার থেকে ব্যবধান দ্বিগুন করার সহজ সুযোগ নষ্ট করেন জনি কাউকো। প্রবীর দাসের ক্রসে ফলস নাইন হিসেবে খেলা জনি কাউকো শট নিলে তা বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ২৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আবাহনীর অধিনায়ক মহম্মদ নাবিব জীবন।

একাধিক সুযোগ নষ্টের খেসারত দেওয়া সবুজ-মেরুন ২৯ মিনিটে ডেভিড উইলিয়ামসের দ্বিতীয় গোলে লিড ডবল করেন। মার্কার সাহিদুল আলমকে এড়িয়ে প্রবীর দাসে সাজিয়ে দেওয়া বল থেকে গোল তুলে আনতে কোনও ভুল করেননি ডেভিড উইলিয়ামস। প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে পারত এই অস্ট্রেলীয় স্ট্রাইকার যদি না প্রথমার্ধের শেষের দিকে একের বিরুদ্ধে এক পরিস্থিতি থেকে তিনি আবহনী গোলরক্ষকের গায়ে মারতেন।
প্রথমার্ধে অতি সহজে মাঝমাঠের দখল নিয়ে আবহনীকে চেপে ধরা এটিকে মোহনবাগান হঠাৎই হারিয়ে যায় ম্যাচ থেকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রথম থেকেই তুলে নেয় আবহনী। ঢাকা আবহনী একের পর এক আক্রমণ তুলে আনে এই সময়ে। পর পর সুযোগ তৈরি করেও প্রতিপক্ষ সবুজ-মেরুনের বক্সের মধ্যে গিয়েই খেই হারিয়ে ফেলছিল ঢাকার দল। প্রায় দু'টি ক্ষেত্রে গোলের সুযোগ স্রেফ ভেদ শক্তির অভাবে কাজে লাগাতে পারেনি আবহনী ক্লাব। লাগাতার আক্রমণে তুলে আনার সুফল ৬১ মিনিটে পায় ঢাকা আবহনী। রাকিব হোসেনের ডান পায়ের ফ্লিক ধরে বিশ্বমানের গোল করে যান কোস্টা রিকার বিশ্বকাপার ড্যানিয়েল কলিনড্রেস। এর কিছু মিনিটের মধ্যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রাকিব। তবে, ৭০ মিনিটের পর আবার ধীরে ধীরে ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান। আবহনীর মরিয়া লড়াই রুখে ফের আক্রমণাত্মক মেজাজে ফিরে আসে এটিকে মোহনবাগান। এই সময়ে দু'টি সহজ সুযোগ মিসও করে বাগান জনতার প্রিয় ক্লাবটি। গোল নষ্টের মহরার মধ্যে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ছাকা আবহনীর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ডেভিড উইলিয়ামস।
প্লে-অফের ম্যাচে জিতে এএফসি কাপের মূল পর্বে গ্রুপ 'ডি'-তে জায়গা করে নিল এটিকে মোহনবাগান। গ্রুপ 'ডি'-তে এটিকে মোহনবাগান ছাড়াও রয়েছে গোকুলাম কেরালা এফসি, বসুন্ধরা কিংস এবং মালয়েশিয়ার মাজিয়া এস অ্যান্ড আরসি।