এটিকে মোহনবাগান শিবিরে দেশের কোন তরুণ ফরোয়ার্ডের আগমন?
রক্ষণভাগ শক্ত করে এবার আক্রমণভাগের দিকে নজর দিল এটিকে মোহনবাগান। দেশের এই মুহূর্তের অন্যতম সফল তরুণ স্ট্রাইকার মনবীর সিং-কে সই করালেন সঞ্জীব গোয়েঙ্কা, দেবাশিস দত্তরা। সবুজ-মেরুণ জার্সি গায়ে চাপাতে পেরে গর্বিত হচ্ছেন ফুটবলার নিজেও।

এটিকে মোহনবাগানের টুইট
মঙ্গলবার এক টুইট বার্তায় পাঞ্জাবের ফরোয়ার্ড মনবীর সিংয়ের সঙ্গে নিজেদের চুক্তির কথা জানায় এটিকে মোহনবাগান। এই তরুণ ফুটবলারকে আগামী তিন মরশুমের জন্য সবুজ-মেরুণ শিবিরের হয়ে আইএসএল খেলতে দেখা যাবে বলে জানানো হয়েছে।

কী জানিয়েছেন মনবীর
২০১৮ সালের ইন্ডিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন মনবীর সিং কলকাতায় খেলার সুযোগ পেয়ে আপ্লুত হয়েছেন। এত বড় একটা ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানিয়েছেন পাঞ্জাব তনয়। পরে নিজে আলাদা করে টুইট করেও সবুজ-মেরুণ শিবিরে অন্তর্ভূক্ত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মনবীর।

মনবীরের উত্থান
মিনার্ভা ইয়ুথ অ্যাকাডেমি থেকে উঠে আসা মনবীর সিংয়ের পেশাদারি ফুটবল কেরিয়ার শুরু কলকাতায়। ২০১৬ সালে তিনি মহামেডান স্পোর্টিংয়ে নাম লিখিয়েছিলেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইএসএলে এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখা যায় মনবীরকে। ক্লাব কেরিয়ারে পাঁচটি গোল রয়েছে তাঁর।

আন্তর্জাতিক কেরিয়ার
২০১৭ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল ২৪ বছরের ফরোয়ার্ডের। ২০১৮ সালের সাফ কাপে মালদ্বীপের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক গোল পেয়েছিলেন মনদীপ। দেশের হয়ে এখনও পর্যন্ত ৩টি গোল করেছেন পাঞ্জাবের ফুটবলার।
আমিরশাহী পৌঁছে হোটেলে একসঙ্গে ওয়ার্কআউট রোহিত-রীতিকার, ভাইরাল ভিডিও