For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে, প্রতিপক্ষ অখ্যাত হায়দরাবাদ এফসি


 চলতি আইপিএলের প্রথম ম্যাচই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে হয়েছিল এটিকে শিবিরকে।

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলের প্রথম ম্যাচই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে হয়েছিল এটিকে শিবিরকে। কার্যত সিংহের গুহায় ঢুকে চেষ্টা করেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয়েছিলেন প্রীতম কোটাল, মনজিৎ সিং, প্রণয় হালদাররা।

আইএসএলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে, প্রতিপক্ষ অখ্যাত হায়দরাবাদ এফসি

যদিও সেই আপোসস মনে পুষে রাখতে চায় না কলকাতার দল। কারণ, অতীত ভুলে এবার কমফোর্ট জোনে এটিকে। ঘরের মাঠ বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ অঙ্কুরিত হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলবে কলকাতার দল। ম্যাচ জিতে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে তারা মরিয়া।

যদিও ঘরের মাঠে এটিকে-র রেকর্ড যে খুব একটা আহামরি, তা কিন্তু নয়। আইএসএলের প্রথম মরশুমে কলকাতার দলকে ট্রফি দেওয়া কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ট্র্যাক রেকর্ডও যুবভারতী ক্রীড়াঙ্গনে আরও-ই খারাপ। যদিও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন এটিকে-র স্প্যানিশ কোচ। আপাতত ঘরের মাঠে জয় হাসিল করাই তাঁর প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন হাবাস। ঘরের মাঠে সমর্থকদের পাশে পেয়ে দলের খেলা বদলে যাবে বলেও বিশ্বাস করেন এটিকে কোচ।

অস্ট্রেলিয় লিগের সর্বোচ্চ গোলদাতা রয় কৃষ্ণ, শুক্রবারের ম্যাচেও এটিকে-র বল ভরসা। সঙ্গে বঙ্গ সন্তান প্রীতম কোটাল, প্রণয় হালদার, প্রবীর দাসরা এদিন যুবভারতী কাঁপাবে বলেই আশা কলকাতার ফুটবল প্রেমীদের। অন্যদিকে, প্রথমবার আইএসএল খেলতে নামা হায়দরাবাদ এফসি তাকিয়ে ভারতীয় দলের তারকা আদিল খান, কমলনাথ সিং ও নিখিল পূজারির দিকে। যদিও এটিকে-র প্রতি সমীহ রেখেই প্রথম ম্যাচে দল নামাচ্ছেন হায়দরাবাদ এফসি-র ব্রিটিশ কোচ পল ব্রাউন। ম্যাচে বৃষ্টি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে বিশ্বাস করেন তিনি।

English summary
ATK is searching their fist win in ISL2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X