For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড' তৈরির প্রক্রিয়া শুরু! শীঘ্রই নতুন ক্লাবের বোর্ড মিটিং!

'এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড' তৈরির প্রক্রিয়া শুরু! শীঘ্রই নতুন ক্লাবের বোর্ড মিটিং!

  • |
Google Oneindia Bengali News

আইএসএল জয়ী এটিকে এবং আই লিগ জয়ী মোহনবাগান সংযুক্ত হয়েছে আগেই। এবার তারা মিলিত ভাবে নতুন কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই নতুন নামেই এটিকে-মোহনবাগান আগামী মরশুমের আইএসএল খেলবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, খুব শীঘ্রই শেষ হবে এই প্রক্রিয়া।

চ্যাম্পিয়ন এটিকে ও মোহনবাগান

চ্যাম্পিয়ন এটিকে ও মোহনবাগান

ফাইনালে চেন্নাইয়ান এফসি-কে হারিয়ে গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। দেশের প্রথম ক্লাব হিসেবে তিন বার এই খেতাব জিতেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে ২৮ ম্যাচ বাকি থাকতেই বাতিল হয়ে যাওয়া আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এটি তাদের পঞ্চম লিগ খেতাব। আগামী মরশুমে দুই ক্লাব সংযুক্ত হয়ে আইএসএল খেলতে চলেছে। একই সঙ্গে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচও খেলবে তারা।

এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড

এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড

এটিকে এবং মোহনবাগানের সংযুক্তি ঘটেছে আগেই। এবার স্বতন্ত্র কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করে দিল দুই ক্লাব। সম্ভবত কোম্পানির নাম হতে চলেছে এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড। জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে বলে এটিকে ও মোহনবাগানের তরফে জানানো হয়েছে।

নতুন দলের নাম

নতুন দলের নাম

এটিকে এবং মোহনবাগানের সংযুক্ত শিবিরের নাম এখনও চূড়ান্তভাবে ঠিক করা হয়নি। নতুন ফুটবল ক্লাবের ৮০ শতাংশ শেয়ার রয়েছে এটিকে-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার হাতে। ২০ শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখেছেন সবুজ-মেরুণ কর্তারা। তাই নতুন ক্লাবের নতুন নাম এটিকে-মোহনবাগানই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই নামেই কেন্দ্রীয় সরকারের খাতায় ক্লাবের নথিভূক্তিকরণও করা হয়েছে।

বোর্ড মিটিং

বোর্ড মিটিং

এটিকে এবং মোহনবাগানকে নিয়ে নতুন কোম্পানি তৈরি হওয়ার পরেই হবে প্রথম বোর্ড মিটিং। এই মিটিংয়েই নতুন দলের নাম, লোগো এবং জার্সি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়া কতদিনে শেষ হয়, সেদিকে তাকিয়ে দুই ক্লাবের সমর্থকরা।

English summary
ATK and Mohun Bagan is start to build a company as early as possible
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X