For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ফুটবল মহলে ফের ইন্দ্রপতন, প্রয়াত এশিয়ান গেমসে সোনাজয়ী কিংবদন্তি পিকে-র সতীর্থ

দেশের ক্রীড়া মহলে ইন্দ্রপতন, প্রয়াত এশিয়ান গেমসে সোনাজয়ী কিংবদন্তি প্রাক্তন ফুটবলার

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে দেশের ক্রীড়াক্ষেত্রে আরও এক ইন্দ্রপতন ঘটল। প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ফর্চুনাটো ফ্র্যাঙ্কো। মৃত্যুকালে প্রাক্তন ফুটবলারের বয়স হয়েছিল ৮৪ বছর। কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীর সমসাময়িক নক্ষত্রের প্রয়াণে দেশের ক্রীড়া মহলে শোকের ছায়া। শোক প্রকাশ করেছে এআইএফএফ।

দেশের ফুটবল মহলে ফের ইন্দ্রপতন, প্রয়াত এশিয়ান গেমসে সোনাজয়ী কিংবদন্তি পিকে-র সতীর্থ

সোমবার এই দুঃসংবাদটি শুনিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা। জানিয়েছে, ভারতীয় ফুটবলের পথ প্রদর্শক ফ্র্যাঙ্কো বেশ কিছুদিন ধরে বয়সজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছিল বাড়িতেই। তবে শেষদিকে চিকিৎসায় আর সাড়া দিচ্ছিলেন না ফ্র্যাঙ্কো। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার কারণে সোমবার দেশের কিংবদবন্তি ফুটবলারের মৃত্যু হয়েছে বলে ভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে।

১৯৬২ সালের এশিয়ান গেমস কাঁপানো কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, তুলসীদাস বলরাম এবং জার্নেইল সিং সম্বৃদ্ধ ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন ফর্চুনেটো ফ্র্যাঙ্কো। সেই প্রতিযোগিতা থেকে ভারত সোনা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গোয়ার মিডফিল্ডার। ১৯৬০ সালের অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের সদস্য থাকলেও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি ফ্র্যাঙ্কো। ১৯৬৪ সাল পর্যন্ত ভারতের দলের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন কিংবদন্তি ফুটবলার।

ভারতের হয়ে মোট ২৬টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন ফর্চুনাটো ফ্র্যাঙ্কো। দেশের ক্লাব ফুটবলেও সম্মানের সঙ্গে উচ্চারণ করা হয় তাঁর নাম। খেলোয়াড় জীবনে মুম্বইয়ের টাটা ফুটবল ক্লাবের হয়ে চুটিয়ে খেলেছেন ফ্র্যাঙ্কো। একই সংস্থার পাবলিক রিলেশন বিভাগে ১৯৯৯ সাল পর্যন্ত কাজও করেছেন গোয়ানিজ।

করোনা ভাইরাসের আবহেই ২০২০ সালে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। এক মাসের মধ্যে প্রয়াত হয়েছিলেন ভারতীয় ফুটবলের অন্য লিজেন্ড চুনী গোস্বামী। ফর্চুনাটো ফ্র্যাঙ্কোর প্রয়াণে ১৯৬২-র এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবলের সদস্যের সংখ্যা আরও কমে যাওয়ায় হতাশ দেশের ফুটবল মহল।

English summary
Asian Games gold medalist former Indian footballer Fortunato Franco passed away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X