For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ বছর আর এএফসি কাপ খেলা হচ্ছে না এটিকে-মোহনবাগানের, জেনে নিন কারণ

এ বছর আর এএফসি কাপ খেলা হচ্ছে না এটিকে-মোহনবাগানের, জেনে নিন কারণ

  • |
Google Oneindia Bengali News

এ বছর আর এএফসি কাপ খেলা হচ্ছে না এটিকে-মোহনবাগানের। কারণ করোনা ভাইরাসের জেরে বাতিল করে দেওয়া হয়েছে ওই প্রতিযোগিতা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দুঃখজনক ও বড় ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। খুব স্বাভাবিকভাবেই এই খবর হতাশ করেছে এটিকে-মোহনবাগান ফ্যানদের।

করোনার জেরে বাতিল এএফসি কাপ

করোনার জেরে বাতিল এএফসি কাপ

করোনা ভাইরাসের জেরে অবশেষে সেকেন্ড টিয়ার এএফসি কাপ ক্লাব প্রতিযোগিতা বাতিলই করা হয়েছে। অতিমারীর জেরে গত মার্চ থেকে স্থগিত রাখা হয়েছিল এই টুর্নামেন্ট। একই কারণে চলতি বছরের ফুটবল কাপও বাতিল করে দিয়েছে এএফসি। অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলি ডিসেম্বরে অনুষ্ঠিত করতে উদ্যোগী হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

মিলিত বৈঠকে সিদ্ধান্ত

মিলিত বৈঠকে সিদ্ধান্ত

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ার সব দেশের ফুটবল সংস্থার পদাধিকারিদের সঙ্গে বৈঠক করেন এএফসি সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খালিফা। তাতে ভারতীয় ফুটবল সংস্থার তরফে অংশ নিয়েছিলেন সভাপতি প্রফুল প্যাটেল। বৈঠকে এএফসি কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এটিকে-মোহনবাগানের অংশ নেওয়ার কথা

এটিকে-মোহনবাগানের অংশ নেওয়ার কথা

আইএসএল ও আই লিগ জয়ী এটিকে ও মোহনবাগান এখন একই শিবির হয়ে যাওয়ায় এ বছর তাদের এএফসি কাপে অংশ নেওয়ার কথা ছিল। সেই মতো মানসিক প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন ফুটবলার এবং ফ্যানরা। করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্ট ভেস্তে যাওয়াটা তাঁদের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশের ২ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৯ লক্ষেরও বেশি মানুষ। ভারত, চিন, জাপান, মধ্য প্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে কোভিড-১৯ ব্যাপক প্রভাব ফেলেছে বলা চলে।

আইপিএল ২০২০-র থিম সং নিয়ে মহাবিতর্ক: জনপ্রিয় ব়্যাপারের চুরির অভিযোগ ওড়ালেন শিল্পীআইপিএল ২০২০-র থিম সং নিয়ে মহাবিতর্ক: জনপ্রিয় ব়্যাপারের চুরির অভিযোগ ওড়ালেন শিল্পী

English summary
Asian Football Confederation Cup cancels due to coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X