আইএসএল-এ এটিকের চমক, আইলিগজয়ী দলের কোচকে আনছে সৌরভের দল
ফের ভারতীয় ফুটবলে ফিরতে চলেছেন বেঙ্গালুরু এফসি-র আইলিগজয়ী কোচ অ্যাশলে ওয়েস্টউড। এবার ফিরছেন আইএসএল-এ তাও আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অ্যাটলেটিকো ডি কলকাতার কোচ হয়ে। কিন্তু তা একান্তই সম্ভব না হলে এটিকে-র ডিরেক্টর অফ ফুটবল হিসেবেও তিনি যোগ দিতে
পারেন বলে এটিকে সূত্রে জানা গিয়েছে।

আইলিগে বেঙ্গালুরু এফসির অভিষেকেই দায়িত্ব নিয়ে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির ছাত্র অ্যাশলে ওয়েস্টউড। মাত্র তিন বছরে বেঙ্গালুরু এফসিকে দুটো আইলিগ ও একটি ফেডকাপ দিয়েছেন তিনি। গত বছরই বেঙ্গালুরুর দায়িত্ব ছেড়ে তিনি মালয়েশিয়া সুপার লিগের দল পেনাং এফএ-র কোচের দায়িত্ব নেন। তবে সেখানে খুব একটা সফল না হওয়ায় পুরো মরসুমে দায়িত্বে থাকেননি তিনি।
অবশ্য এটিকের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে এটিকের কোচ সমস্যা মিটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোলকিপার দেবজিত মজুমদার ও প্রবীর দাসকে সই করিয়ে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। বেঙ্গালুরু এফসির মতই ওয়েস্টউডের কোচিংয়ে কলকাতা তৃতীয়বার আইএসএস ট্রফি ঘরে তুলতে পারে কিনা সেদিকেই ফুটবলপ্রেমীরা।