For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতালির সুপারমার্কেটে ছুরিকাহত আর্সেনালের ফুটবলার, বরাত জোরে প্রাণ বাঁচল

Google Oneindia Bengali News

ইতালির সুপারমার্কেটে স্ত্রী ও সন্তানকে নিয়ে শপিং করতে গিয়ে আক্রান্ত হলেন ফুটবলার পাবলো মারি। আর্সেনাল থেকে তিনি লোনে মোনজোতে সই করেছেন। মিলানের ওই সুপারমার্কেটটিতে ছুরি নিয়ে এলোপাথাড়ি আক্রমণ করতে থাকেন এক ব্যক্তি। ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ইতালির সুপারমার্কেটে আক্রান্ত আর্সেনালের ফুটবলার

বছর ছেচল্লিশের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এটি দুষ্কৃতী হামলা নয় বলেই পুলিশের দাবি। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সুপারমার্কেটের একটি তাক থেকে ছুরি নিয়ে তিনি আচমকাই চড়াও হন। জানা গিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। এতে সুপারমার্কেটের ক্যাশিয়ারের মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৩০ বছর। আতঙ্কিত হয়ে পড়েন সুপারমার্কেটের ভিতরে থাকা কর্মী ও ক্রেতারা। প্রাণরক্ষার তাগিদে তাঁরা সুপারমার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হুড়োহুড়ি পড়ে যায়। আক্রান্তদের মধ্যে ফুটবলার পাবলো মারির নাম থাকায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

হামলাকারীকে ধরে ফেলে পরে পুলিশের হাতে তুলে দেন সুপারমার্কেটের ভিতরে থাকা কয়েকজন ক্রেতাই। ২৯ বছরের স্প্যানিশ ডিফেন্ডার মারি পিঠে ছুরিকাহত হয়েছেন। তবে এই ফুটবলারের প্রাণ সংশয় নেই হলেই জানিয়েছেন তাঁর এজেন্ট আরতুরো কানালেস। তিনি জানান, পাবলো মারি সজ্ঞানেই রয়েছেন, তাঁর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবেই কাজ করছে। মোনজা-র সিইও আদ্রিয়ানো গ্যালিয়ানির কথায়, পাবলো মারি তাঁর স্ত্রী ও পুত্রকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন। সেখানেই আক্রান্ত হন। পাবলোর পুত্রকে ট্রলিতে বসিয়ে রাখা হয়েছিল। মারির পাশেই ছিলেন তাঁর স্ত্রী। প্রথমে মারি বুঝতে পারেননি সুপারমার্কেটে কী হচ্ছে। হঠাৎই পিঠে যন্ত্রণা অনুভব করেন। পরে তিনি নিজেই দেখতে পান হামলাকারীর ছুরির আঘাতে গলায় আঘাত পেয়েছেন একজন ব্যক্তি।

ঘটনার আকস্মিকতায় মানসিকভাবেও ধাক্কা লেগেছে পাবলোর। তাঁর পিঠের ক্ষত বেশ খানিকটা গভীর বলেও খবর আসছে। তবে প্রাণ সংশয় নেই। দ্রুতই সুস্থ হয়ে যাবেন বলে মনে করছেন চিকিৎসকরা। ২০২০ সালের জানুয়ারিতে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে আর্সেনালে যোগ দেন পাবলো। আর্সেনালের জার্সি গায়ে ১৯টি ম্যাচ খেলেছেন। এরপর তাঁকে লোনে নিয়েছে ইতালির ক্লাব মোনজা। আর্সেনালের ম্যানেজার মাইকেল আরটেটা বলেছেন, ঘটনার কথা জেনেছি। আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু পাবলোর পরিবার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পাবলো হাসপাতালে থাকলেও চিন্তার কিছু নেই।

ফিফা বিশ্বকাপের আগে অস্বস্তিতে কাতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব অস্ট্রেলিয়ার ফুটবলাররাফিফা বিশ্বকাপের আগে অস্বস্তিতে কাতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব অস্ট্রেলিয়ার ফুটবলাররা

English summary
Arsenal's Footballer Pablo Mari Has Been Stabbed Inside A Supermarket In Milan. He Was Admitted At A Hospital, It Is Not Life Threatening Injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X