For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিমিয়ার লিগ ২০২০ : ফুলহামকে ৩ গোলে দিয়ে সদম্ভে অভিযান শুরু আর্সেনালের

প্রিমিয়ার লিগ ২০২০ : ফুলহামকে ৩ গোলে দিয়ে অভিযান শুরু আর্সেনালের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস যেন বিশ্ব ফুটবলের সূচিকে লন্ডভন্ড করে দিয়েছে। লিভারপুলের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার আমেজ এখনও কাটেনি, তারই মাঝে শুরু হয়ে গেল টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ। ইপিএল ২০২০-২১ মরশুমের প্রথম ম্যাচ প্রাধান্য বিস্তার করেই জিতল আর্সেনাল। ফুলহামকে ৩-০ গোলে হারাল গানার্সরা।

প্রিমিয়ার লিগ ২০২০ : ফুলহামকে ৩ গোলে দিয়ে সদম্ভে অভিযান শুরু আর্সেনালের

দর্শকশূন্য ক্রাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই একাধিপত্য কায়েম করে আর্সেনাল। আট মিনিটের মাথায় প্রথম গোল পায় গার্নাসরা। আলেসান্দ্রে লাকাজেটের বুট থেকে আসে প্রথম সাফল্য। প্রথমার্ধে কোনও দলই আর কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় আর্সেনাল। এর ফল ৪৯ মিনিটে পাওয়া যায়। গানার্সদের হয়ে দ্বিতীয় গোল দেন গ্যাব্রিয়েল। ৫৭ মিনিটে তৃতীয় গোল দিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন পিয়েরে-এমেরিক আয়ুবামেয়াং।

আজ রাতে নিজেদের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। তাদের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। রবিবার ইপিএলে নামছে টোটেনহ্যাম। ১৯ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগ অভিযান শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ১৫ তারিখ মাঠে নামছে চেলসি। ২২ সেপ্টেম্বর উলভেসের বিরুদ্ধে এবারের ইপিএল অভিযান শুরু করছে ম্যাঞ্চেস্টার সিটি।

English summary
Arsenal beat Fulham by 3-0 on the first match of Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X