For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন! চেলসিকে হারিয়ে ১৪ তম এফএ কাপ জয় আর্সেনালের

পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন! চেলসিকে হারিয়ে ১৪ তম এফএ কাপ জয় আর্সেনালের

  • |
Google Oneindia Bengali News

প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না চেলসি। ২০১৭ সালে এফ এ কাপের ফাইনালে আর্সেনালের কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল। তিন বছর পরও ভাগ্য ফেরাতে পারল না ব্লু-ব্রিগেড। শনিবার রাতে এফ এ কাপের ফাইনালে আর্সেনালের বিরুদ্ধে ১-২ গোলে ম্যাচ হেরে ফের ট্রফি হাতছাড়া করল চেলসি।

১৪ বারের জন্য আর্সেনালের এফএ কাপ জয়

১৪ বারের জন্য আর্সেনালের এফএ কাপ জয়

এমেরিক আউবামইয়ংয়ের দুর্দান্ত নৈপূণ্যে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ১৪ বারের জন্য এফ এ কাপ ট্রফি জিতল আর্সেনাল। প্রিয়িমার লিগে ৮ নম্বরে শেষ করলেও এফএ কাপ জিতে ফ্যানেদের মুখে হাসি ফোটাল গানার্সরা। প্রসঙ্গত ২০১৭ সালেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে আর্সেনাল ট্রফি জিতেছিল।

ম্যাচের ঝলক

ম্যাচের ঝলক

ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে করতে থাকে। ম্যাচ শুরুর ৫ মিনিটেই চেলসি আধিপত্য দেখিয়ে এগিয়ে যায়। ব্লু-ব্রিগেডের হয়ে জিরুর ব্যাকহিল ধরে আর্সেনাল ডিফেন্সকে বোকা বানিয়ে ক্রিশ্চিয়ান ম্যাচের প্রথম গোলটি করেন। এরপর আর্সেনাল খেলার দখল নেয়। ম্যাচের ২৮ মিনিটে বক্সের মধ্যে বিপজ্জনক ভাবে ঢুকে আসা আউবামইয়ংকে ফাউল করা হলে, পেনাল্টি থেকে গোল করে তিনি আর্সেনালকে ম্যাচে ফেরান।

পিছিয়ে থেকে ম্যাচ জয় আর্সেনালের

পিছিয়ে থেকে ম্যাচ জয় আর্সেনালের

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে এরপর চেলসির ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলকিপার উইলি ক‍্যাবিয়েরোর মাথার ওপর দিয়ে হালকা চিপে আউবামইয়ং বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-১ করে দেন। ম্যাচে শেষ পর্যন্ত আর ফলাফল পাল্টায়নি।

ইউরোপা লিগে খেলার যোগ্যতা পেল আর্সেনাল

ইউরোপা লিগে খেলার যোগ্যতা পেল আর্সেনাল

প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে শেষ করার কারণে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হাতছাড়া হলেও এফএ কাপ জয়ের ফলে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে নিল আর্সেনাল।

ছবি সৌজন্যে আর্সেনালের টুইটার ও ইনস্টাগ্রাম পোস্ট

English summary
Arsenal beat Chelsea win FA Cup for record 14th time, qualify for Europa League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X