কিংবদন্তি পেলে-কে টপকে বিশ্বসেরা মেসির অনন্য নজির, দেখুন পরিসংখ্যান
কিংবদন্তি পেলে-কে টপকে গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কোনও একই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার নিরিখে সেরার সেরা হলেন বার্সেলোনার রত্ন। আরও এক মরসুম স্প্যানিশ ক্লাবের জার্সিতে খেলে ফেললেন মেসি ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

বার্সার জয় ও মেসির গোল
লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ভাল্লাডোলিডের বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। ৩-০ গোলে ম্যাচ জেতে স্প্যানিশ জায়ান্ট। ২১ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে ক্লিমেন্ট লেংগলেটের বুট থেকে। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করেন মার্টিন ব্রাথওয়েট। ৬৫ মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লিওনেল মেসি।

মেসির ৬৪৪
লা লিগায় ভাল্লাডোলিডের বিরুদ্ধে গোল করে ইতিহাসে নাম লেখালেন লিওনেল মেসি। কোনও একই ক্লাবের হয়ে ৭৪৯টি ম্যাচ খেলে ৬৪৪টি গোল করলেন এলএম টেন। ম্যাচ প্রতি তাঁর গোল করার হার ১.১৬। পরিসংখ্যানে টপকে গেলেন ফুটবল সম্রাট পেলে-কে।

পেলের রেকর্ড
১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ব্রাজিলের বিখ্যাত ক্লাবের হয়ে লাগাতার ফুটবল খেলেছিলেন পেলে। ওই ক্লাবের হয়ে ৭৫৭টি ম্যাচ খেলে ৬৪৩টি গোল করেছিলেন ফুটবল সম্রাট। ম্যাচ প্রতি পেলের গোল করার হার ১.১৭। এতদিন সেটিই ছিল রেকর্ড। তা ভেঙে দিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

আপ্লুত মেসি
কিংবদন্তি পেলের রেকর্ডের কাছাকাছি পৌঁছনোর রেকর্ড শৈশব থেকেই দেখতেন লিওনেল মেসি। কারণ ফুটবল সম্রাটই তাঁর জীবনের অন্যতম আইডল। এহেন ব্যক্তিত্বের সঙ্গে এক আসনে তাঁর নাম উচ্চারিত হওয়ায় আপ্লুত হয়েছেন এলএম টেন।

পেলের আরও এক রেকর্ডের কাছে
ব্রাজিলের হয়ে মোট ৭৭টি গোল করেছেন পেলে। লাতিন আমেরিকার ফুটবলারদের মধ্যে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৭১টি আন্তর্জাতিক গোল। খুব শীঘ্রই তিনি পেলের এই রেকর্ডও ভেঙে দেবেন বলে আশা ফুটবল প্রেমীদের।

তবে কি ক্রিকেট ছেড়ে সিনেমায় 'ডন' ওয়ার্নার! ডাক এল বলিউডের!