For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলে করোনা থাবা, আক্রান্ত মারাদোনার আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া কোচ

ফুটবলে করোনা থাবা, আক্রান্ত মারাদোনার আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া কোচ

  • |
Google Oneindia Bengali News

করোনা থাবায় কাঁপছে বিশ্ব। প্রাণঘাতী মহামারিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ফের এবার ফুটবলে করোনা থাবা। এবার করোনায় আক্রান্ত আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ কার্লোস বিলার্দো।

মারাদোনার কোচ ছিলেন বিলার্দো

মারাদোনার কোচ ছিলেন বিলার্দো

১৯৮৬ সালে বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের কোচ ছিলেন বিলার্দো। মেক্সিকো বিশ্বকাপে তাঁর রণনীতিতে মারাদোনার আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছিল। সেই কোচেরই করোনা পরীক্ষার রিপোর্ট পসিটিভ এসেছে।

দেশকে দুবার বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন এই কোচ

দেশকে দুবার বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন এই কোচ

১৯৮২ থেকে ৯০ পর্যন্ত বিলার্দো আর্জেন্তিনা ফুটবল দলকে কোচিং করান। ৮৬ বিশ্বকাপের পর ৯০ বিশ্বকাপেও আর্জেন্তিনাকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন এই কোচ। ফাইনালে যদিও জার্মানির কাছে আর্জেন্তিনা হেরে বসে।

কোচ বিলোর্দোর বয়স কত

কোচ বিলোর্দোর বয়স কত

বিশ্বজুড়ে করোনা আক্রান্তদের মধ্যে বয়স্কদের মৃত্যুর হার বেশি। আর্জেন্তিনার প্রাক্তন এই কোচের বয়স ৮০ পেরিয়েছে। ৮২ বছর বসয়ী বিশ্বকাপ জেতা কোচকে নিয়ে তাই উদ্বেগ রয়েছে।

বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে কেন চিন্তা

বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে কেন চিন্তা

মস্তিষ্কের বিরল সমস্যা নিয়ে বিলার্দো দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বছর জুলাই থেকেই হাসপাতালে চিকিৎসা চলছে বিলার্দোর। ফলে অসুস্থ বিলার্দোর এবার করোনা হওয়ায় চিন্তা বাড়ল।

কীভাবে করোনা আক্রান্ত হলেন

কীভাবে করোনা আক্রান্ত হলেন

বিলোর্দো যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই ১০ জন রোগীর করোনাভাইরাস ধরা পড়ে। চিকিৎসকেদর অনুমান আক্রান্ত রোগীদের থেকে কোনওভাবে আর্জেন্তিনার প্রাক্তন কোচ ভাইরাস সংক্রমিত হয়েছেন। তাঁর পুরনো ক্লাব এস্তোদিয়ান্তেস চিকিৎসার ব্যয় গ্রহণ করেছে।

ছবি সৌজন্য টুইটার ও ইউটিউব

শনির গেঁড়োয় বার্সেলোনা, হোঁচট খেয়ে লা-লিগা জয় কঠিন করল মেসিরাশনির গেঁড়োয় বার্সেলোনা, হোঁচট খেয়ে লা-লিগা জয় কঠিন করল মেসিরা

English summary
Argentina's Former Coach Carlos Bilardo who gave Maradona’s side 1986 FIFA World Cup , tests corona positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X