For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিল-বধে উরুগুয়েকে স্পর্শ করে কোপা আমেরিকার সফলতম দল আর্জেন্তিনা

Google Oneindia Bengali News

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে পরাস্ত করে ২৮ বছর পর চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। দেশের হয়ে প্রথম মেজর খেতাব জিতলেন লিওনেল মেসি। একইসঙ্গে কোপা আমেরিকার ইতিহাসে সফলতম দলের স্বীকৃতিও চলে গেল আর্জেন্তিনার দখলে।

সফলতম আর্জেন্তিনা

সফলতম আর্জেন্তিনা

এতদিন কোপা আমেরিকায় সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল উরুগুয়ের দখলে। যদিও তারা ২০১১ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। আর্জেন্তিনা ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে সেই নজিরে থাবা বসাল। আর্জেন্তিনাও এই নিয়ে ১৫ বার চ্যাম্পিয়ন হল। কিন্তু আর্জেন্তিনা যেখানে রানার-আপ হয়েছে ১৪ বার, সেখানে উরুগুয়ে রানার-আপ হয়েছে ৬ বার। আর্জেন্তিনা শেষ চারে উঠেছে ৩৬ বার। উরুগুয়ে ৩৫ বার। আর্জেন্তিনা তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে যথাক্রমে ৫ ও ২ বার। উরুগুয়ে তৃতীয় হয়েছে ৯ বার, চতুর্থ হয়েছে ৫ বার।

১৫ বার চ্যাম্পিয়ন

১৫ বার চ্যাম্পিয়ন

আর্জেন্তিনা প্রথম কোপা আমেরিকা জিতেছিল ১৯২১ সালে। এরপর জিতেছে ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩ ও ২০২১ সালে। এর মধ্যে আয়োজক দেশ হিসেবে জিতেছে ১৯২১, ১৯২৫, ১৯২৯, ১৯৩৭, ১৯৪৬ ও ১৯৫৯ সালে। আর্জেন্তিনা রানার-আপ হয়েছে ১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৫৯, ১৯৬৭, ২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালে।

বাকি দলগুলির খতিয়ান

বাকি দলগুলির খতিয়ান

কোপা আমেরিকার প্রথমে নাম ছিল দক্ষিণ আমেরিকান চ্য়াম্পিয়নশিপ। ১৯৭৫ থেকে নামকরণ হয় কোপা আমেরিকা। ফলে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা মিলিয়ে উরুগুয়ে ১৫ বার কোপা আমেরিকা জিতেছে। প্রথম দু-বারের কোপায় তারাই চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনাকে হারিয়ে। এ ছাড়া ৬ বার রানার-আপ হয়েছে। ২০১৯ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল কোপা আমেরিকা খেতাব জিতেছে ৯ বার, রানার-আপ হল ১২ বার, তৃতীয় হয়েছে ৭ বার, চতুর্থ তিনবার। শেষ চারে উঠেছে মোট ৩১ বার। প্যারাগুয়ে, চিলি ও পেরু দুবার করে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। কলম্বিয়া ও বলিভিয়া জিতেছে একবার করে।

পরপর চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে

পরপর চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে

পরপর চ্যাম্পিয়ন হওয়ার নিরিখেও সকলের উপরেই রয়েছে আর্জেন্তিনা। পাঁচটি নজির রয়েছে পরপর চ্যাম্পিয়ন হওয়ার। ১৯২৭ ও ১৯২৯, ১৯৪৫ ও ১৯৪৬, ১৯৪৬ ও ৪৭, ১৯৫৭ ও ১৯৫৯ এবং ১৯৯১ ও ১৯৯৩। উরুগুয়ে তিনবার পরপর চ্যাম্পিয়ন হয়েছে ১৯১৬ ও ১৯১৭, ১৯২৩ ও ১৯২৪ এবং ১৯৮৩ ও ১৯৮৭। ব্রাজিলের এমন নজির রয়েছে দুইবার, ১৯৯৭ ও ১৯৯৯ এবং ২০০৪ ও ২০০৭। ২০২৫ ও ২০১৬ সালে পরপর চ্যাম্পিয়ন হয়েছে চিলি।

পদক তালিকায়

পদক তালিকায়

১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ সালে কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ণায়ক ম্য়াচ খেলা হয়নি। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন দলকে সোনা, রানার-আপকে রুপো ও তৃতীয় স্থানাধিকারীকে ব্রোঞ্জ দেওয়া হয়। আর্জেন্তিনা ১৫টি সোনা, ১৪টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতেছে। উরুগুয়ে ১৫টি সোনা, ৬টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতেছে। ব্রাজিলের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ৯, ১২ ও ৭। প্যারাগুয়ে ২টি সোনা, ৬টি রুপো ও সাতটি ব্রোঞ্জ জিতেছে। চিলি ২টি সোনা, চারটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ জিতেছে। পেরুর ক্ষেত্রে সংখ্যা যথাক্রমে ২, ১ ও ৮। কলম্বিয়ার ক্ষেত্রে ১, ১ এবং ৪। বলিভিয়া ১টি করে সোনা ও রুপো জিতেছে। মেক্সিকো ২টি রুপো ও তিনটি ব্রোঞ্জ জিতেছে। হন্ডুরাস ২টি ব্রোঞ্জ জিতেছে। এবারের ইউরো কাপে ফেয়ার প্লে-র পুরস্কারটি গিয়েছে ব্রাজিলের ঝুলিতে।

ম্যাচের সংখ্যা

ম্যাচের সংখ্যা

আর্জেন্তিনা কোপা আমেরিকায় খেলেছে ৪২ বার। জিতেছে ১৫ বার। ২০২টি ম্য়াচে ১২৭টিতে জিতেছে। ড্র ৪২টি ও পরাজয় ৩৩টিতে। ৪৭৪টি গোল করেছে, গোল হজম করেছে ১৮২টি, মোট পয়েন্ট পেয়েছে ৪২৩। উরুগুয়ে ৪৪ বার কোপা আমেরিকায় অংশ নিয়েছে যার মধ্যে জিতেছে ১৫ বার। ২০৫টি ম্য়াচে জিতেছে ১১২টিতে, ড্র ৩৮টি এবং পরাজয় ৫৫টিতে। গোল করেছে ৪১০টি, গোল হজম করেছে ২২১টি। মোট সংগৃহীত পয়েন্ট ৩৭৪। তিনে থাকা ব্রাজিল ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ৩৭ বার অংশ নিয়ে। খেলেছে ১৯১টি ম্যাচ। জিতেছে ১০৮টিতে, ড্র ৩৮টি, পরাজয় ৪৬টিতে। ৪৩০টি গোল করেছে, গোল হজম করেছে ২০৪টি। মোচ সংগৃহীত পয়েন্ট ৩৬২।

ফাইনালে আর্জেন্তিনার ব্রাজিল-বধ

ফাইনালে আর্জেন্তিনার ব্রাজিল-বধ

আর্জেন্তিনা ও ব্রাজিল দ্বৈরথের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। ফাইনালে আজ ব্রাজিলকে হারিয়েছে মেসির আর্জেন্তিনা। এর আগে ১৯২১, ১৯২৫, ১৯৩৭, ১৯৪৫, ১৯৪৬, ১৯৫৭, ১৯৫৯ ও ১৯৯১ সালেও ব্রাজিলকে ফাইনালে হারিয়ে আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৪ ও ২০০৭ সালে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

একনজরে আরও নজির

একনজরে আরও নজির

কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ৪৫ বার অংশ নিয়েছে উরুগুয়ে। সবচেয়ে বেশি ২৯ বার ফাইনাল খেলল আর্জেন্তিনা। আর্জেন্তিনার নোবার্তো মেন্দেজ ও ব্রাজিলের জিনিনহো সর্বাধিক ১৭টি করে গোল করেছেন কোপা আমেরিকায়। পেরুর লোলো ফার্নান্দেজ ও উরুগুয়ের সেভেরিনো ভারেলার গোলের সংখ্যা ১৫। পেরুর পাওলো গুয়েরেরো ও চিলির এদুয়ার্দো ভার্গাস কোপায় ১৪টি গোল করেছেন। আজ ৮৮ মিনিটে গোল করতে পারলে মেসি তাঁদের স্পর্শ করতে পারতেন। মেসি ছাড়াও কোপায় ১৩টি করে গোল রয়েছে ব্রাজিলের আদেমির, জাইর, আর্জেন্তিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হোসে ম্যানুয়েল মোরেনো এবং উরুগুয়ের হেক্টর শারোনের।

English summary
Argentina Became The Most Successful Team Of Copa America After Winning The 15th Title. Uruguay Also Have Won 15th Copa Title But Argentina Ahead Finishing At Top Four For The 36th Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X