For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SC East Bengal: কমল না শাস্তি, উল্টে আরও বেশি টাকা গুনতে হবে পেরোসেভিচকে

Google Oneindia Bengali News

আবেদন করেও লাভ হল না। শাস্তি কমল না এসসি ইস্টবেঙ্গলের অন্যতম বিদেশি অ্যান্তোনিও পেরোসেভিচের। উল্টে জরিমানার অঙ্কটা আরও বেড়ে গেল।

SC East Bengal: কমল না শাস্তি, উল্টে আরও বেশি টাকা গুনতে হবে পেরোসেভিচ’কে

গত বছর ১৭ ডিসেম্বর রেফারির সঙ্গে খারাপ আচরণ করায় ম্যাচের শেষ কোয়ার্টারে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলের অ্যান্তোনিও পেরোসেভিচ'কে। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তি'তে এই শাস্তি বাড়িয়ে পাঁচ ম্যাচ করে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) শৃঙ্খলারক্ষা কমিটি, সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ক্রোয়েশিয়ার এই অ্যাটাকিং মিডিও ঘটনার গুরুত্ব ফের এক বার বিবেচনা করে শাস্তি কমানো আর্জি জানিয়েছিলেন ফেডারেশন'কে। নিজের আবেদন পত্রে পেরেসোভিচ লিখেছিলেন, "রেফারি'র গায়ে হাত তোলাটা আমার উদ্দেশ্য ছিল না। আমি চাইনি এমন কিছু করতে যা ফুটবল আইনে খারাপ আচরণ হিসেবে পরিগনিত হয়।" ক্রোট মিডিও-এর এই আবেদনের ভিত্তিতে সোমবার আলোচনায় বসেছিল ফেডারেশনের আপিল কমিটি। দীর্ঘ আলোচনা শেষে তারা জানিয়ে দেয়, শৃঙ্খলারক্ষা কমিটি'র সিদ্ধান্তই বহাল থাকবে। একই সঙ্গে শাস্তি কমানোর আবেদন করায় (ফেডারেশনের) যে খরচ হয়েছে তার জন্য ৬০ হাজার টাকা অতিরিক্ত দিতেও বলা হয়েছে।

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের ৪৮.১.২ ধারা লঙ্ঘন করেছেন পেরোসেভিচ। এমনিতেই চলতি আইএসএল-এ একেবারে চেনা ছন্দে নেই এসসি ইস্টবেঙ্গল। তার উপর দলের সেরা বিদেশি"র অনুপস্থিতি'র অভাব আক্রমণবভাগে টের পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত।

অর্ধেক আইএসএল শেষ হয়ে গেলেও এখনও জয়ের দেখা নেই এসসি ইস্টবেঙ্গল শিবিরে। দশ ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ ড্র করে মশালধারীরা। চারটি ম্যাচে হারের মুখ দেখেছে তারা। ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ইস্টবেঙ্গলের অবস্থান তলানিতে (আইএসএল লিগ টেবলে একদশ স্থান)। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হবে চতুর্থস্থানে থাকা জামশেদপুর এফসি'র। প্রথম পর্বের ম্যাচে এই জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র করেছিল এসসি ইস্টেবেঙ্গল।

English summary
Appeal committee of AIFF has refused to decrease to the penalty of SC East Bengal’s Antonio Perosevic. He is serving 5 match ban following his action with the referee in the match against NorthEast United. The body of AIFF also ordered to pay an additional Rs. 60,000 towards the cost and expenses of the appeal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X