For Quick Alerts
For Daily Alerts
ফিফা বিশ্বকাপ ২০১৪: সংখ্যার সংকলন

আরও দেখুন: (ভিডিও) অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
আরও দেখুন: (ছবি) বিশ্বকাপ ফাইনাল ২০১৪: কিছু সোনালি মুহূর্ত
আরও দেখুন : (ছবি ) ফিফা বিশ্বকাপ ২০১৪-র অন্যান্য পুরস্কার জয়ীরা
- ০ : একটিও খেলায় হারেনি জার্মানি। গ্রুপ পর্যায় থেকে ফাইনাল পর্যন্ত অপরাজেয়। একটি খেলায় শুধু ড্র করেছিল।
- ৪ : এ বার চ্যাম্পিয়ন হওয়ায় মোট চারবার বিশ্বকাপ জিতল জার্মানি। এর আগে তারা জিতেছে ১৯৫৪, ১৯৭৪ এবং ১৯৯০ সালে।
- ৬ : কলম্বিয়ার জেমস রডরিগেজ একা ছ'খানা গোল করেছেন এই বিশ্বকাপে। সবচেয়ে বেশি গোল করায় সোনার বল পেলেন তিনি।
- ৭ : জার্মানির কাছে সাতখানা গোল খেয়ে সেমি ফাইনালে গোহারা হেরেছে ব্রাজিল।
- ১০: এত বার লাল কার্ড দেখানো হয়েছে এই বিশ্বকাপে।
- ১৬ : বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত সব থেকে বেশি গোল করেছিলেন ব্রাজিলের রোনাল্ডো। ১৫টি। সেই রেকর্ড ভেঙে দিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজ। এ বারের বিশ্বকাপ ধরলে তিনি ১৬টি গোল করেছেন।
- ১৮ : এ বারের বিশ্বকাপে ১৮টি গোল দিয়েছে জার্মানি। আর কোনও দল এতগুলি গোল করতে পারেনি।
- ২২ : মারিও গোয়েটজে-র বয়স এটাই। বিশ্বকাপে জার্মানি জিতেছে এঁরই গোলে।
- ২৪ : আবার ২৪ বছর পর বিশ্বকাপ জিতল জার্মানি। ১৯৯০ সালে তারা আর্জেন্টিনাকে হারিয়েছিল ১-০ গোলে।
- ২৫ : জার্মানির গোলকিপার মানুয়েল নেয়ার এতগুলি 'সেভ' করেছেন এই বিশ্বকাপে। সবচেয়ে বেশি 'সেভ' করায় সোনার গ্লাভস পেয়েছেন তিনি ফিফার তরফে।
- ৩৫ : চ্যাম্পিয়ন হওয়ায় ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটি ডলার পেল জার্মানি।
- ৬৪ : এ বারের বিশ্বকাপে খেলা হয়েছে ৬৪টি ম্যাচ।
- ৮৩.৯ : গ্রুপ পর্যায় থেকে ফাইনাল পর্যন্ত ফুটবল মাঠে এত কিলোমিটার দৌড়ে বেরিয়েছেন জার্মানির টমাস মুলার!
- ১১৩ : ফাইনাল ম্যাচে ১১৩ মিনিটের মাথায় গোল করে জার্মানিকে জেতালেন গোয়েটজে।
- ১৭১ : সব টিম এই বিশ্বকাপে যতগুলি গোল করেছে, তার মোট সংখ্যা দাঁড়াচ্ছে ১৭১টি।
- ৩৯৬ : দল পিছু গড় 'পাস'-এর পরিমাণ। ২০১০ সালে এটা ছিল ৩৫৩টি।
- ৫৬২ : খেলতে নেমে গোটা টুর্নামেন্টে সহ-খেলোয়াড়দের এতগুলিই 'পাস' দিয়েছেন জার্মানির ক্যাপ্টেন ফিলিপ লাম। ২০১৪ সালের বিশ্বকাপে এটা সর্বোচ্চ।
- ৫৭৬ : গোটা টুর্নামেন্টে যা পুরস্কার দেওয়া হয়েছে, তার অর্থমূল্য।
- ৭৩৬ : এই বিশ্বকাপে ৩২টি দেশ থেকে অংশ নিয়েছিলেন ৭৩৬ জন খেলোয়াড়।
- ৭৬,৯৩৫ : যেখানে ফাইনাল খেলা হল, সেই মারকানা স্টেডিয়ামে এই সংখ্যক লোক ধরে।