For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল নিয়ে অনড় এআইএফএফ, চিঠি দল এএফসি-কে

ক্লাবগুলি যতই বিরোধিতা করুক, এআইএফএফ যে আইএসএল ইস্যুতে নিজেদের অবস্থানে অনড়, তা আরোও একবার বুঝিয়ে দিল।

  • |
Google Oneindia Bengali News

ক্লাবগুলি যতই বিরোধিতা করুক, এআইএফএফ যে আইএসএল ইস্যুতে নিজেদের অবস্থানে অনড়, তা আরোও একবার বুঝিয়ে দিল। আইএসএল-কে ভারতের এক নম্বর লিগ বানানোর আবেদন জানিয়ে এবার এশিয়ান ফুটবল ফেডারেশনকে চিঠি দিল ভারতের ফুটবল সংস্থা।

এএফসি-র নিয়ম

এএফসি-র নিয়ম

সাধারণত এশিয়ার বিভিন্ন দেশের এক নম্বর ফুটবল লিগের সেরা দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলার সুযোগ পায়। এত বছর আই লিগ টপার সেই প্লে-অফে খেলার সুযোগ পেত। সেই দল এশিয়ার সেকেন্ড টিয়ার ফুটবল প্রতিযোগিতা এএফসি কাপ কোয়ালিফায়ারে খেলার সুযোগও পেত।

এআইএফএফের দাবি

এআইএফএফের দাবি

এআইএফএফের দাবি, আই লিগের পরিবর্তে আইএসএল-কে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগের মর্যাদা দেওয়া হোক। আইএসএল সেরা ক্লাবই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ও এএফসি কাপ কোয়ালিফায়ার খেলুক, তেমনটাই চায় ভারতের ফুটবল সংস্থা।

ক্লাবের আপত্তি

ক্লাবের আপত্তি

এআইএফএফের বিরুদ্ধে ফিফার কাছে রীতিমতো চিঠি দিয়ে নালিশ জানায় আই লিগ খেলা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মিনার্ভা পাঞ্জাব, চার্চিল ব্রাদার্স, আইজল এফসি, গোকুলাম কেরালার মতো ক্লাব।

ফিফা কী বলল

ফিফা কী বলল

ক্লাবগুলির দেওয়া চিঠির প্রেক্ষিতে ভারতীয় ফুটবলে কী চলছে তা জানতে এআইএফএফ-কে চিঠি দেয় ফিফা। ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে যে চাপানউতোর শুরু হয়েছে তা সমাধানে কী উদ্যোগ নেওয়া হয়েছে, ফেডারেশনের কাছে জানতে চায় ফিফা

এআইএফএফের জবাব

এআইএফএফের জবাব

জবাবে এআইএফএফ জানায়, আইএসএল ও আই লিগের সংযুক্তিকরণ নিয়ে দেশের ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। ক্লাবগুলির কাছ থেকে দুই থেকে তিন বছরের সময়ও চাওয়া হয়েছে বলেও সংস্থার দাবি। আইএসএলেও ভবিষ্যতে অবনমন চালু করার কথা ভাবা হচ্ছে বলেও ফিফাকে জানায় এআইএফএফ।

ফিফার পরামর্শ

ফিফার পরামর্শ

পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদ্রোহী ক্লাবগুলিকে চিঠি দেয় ফিফা। জানায়, ফুটবলের উন্নতিকল্পে ভারতকে আরও অনেকটা পথ হাঁটতে হবে। ভালো কিছু করতে কিংবা পেতে গেলে সময় তো লাগবেই। এই সময়ের মধ্যে মত পার্থক্য থাকলেও ভারতের ফুটবল ক্লাবগুলিকে এআইএফএফ-র সঙ্গে সমঝোতা করার পরামর্শ দেয় বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।

কী বলল এএফসি

কী বলল এএফসি

আইএসএল-কে ভারতের এক নম্বর লিগ বানানোর আবেদন জানিয়ে এআইএফএফ চিঠি দিলেও এএফসি এখনও তার জবাব দেয়নি বলে খবর।

English summary
AIFF will go ahead with their ISL status, writes letter to AFC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X