For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA ban AIFF: দ্রুত নির্বাচন এবং সংবিধানের সংশোধনের আবেদন সুপ্রিম কোর্টে রাখল এআইএফএফ

দ্রুত নির্বাচন এবং সংবিধানের সংশোধনের আবেদন সুপ্রিম কোর্টে রাখল এআইএফএফ

Google Oneindia Bengali News

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর উপর ফিফার নির্বাসনের খাড়া নেমে আসার এক সপ্তাহের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সংস্থাকে নির্বাসন মুক্ত করার জন্য একাধিক সুপারিশ করল দেশের শীর্ষ ফুটবল সংস্থা। ফিফার সঙ্গে হওয়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আলোচনার ভিত্তিতেই অ্যাপেক্স কোর্টে সুপারিশ করে এআইএফএফ।

এআইএফএফ-এর আবেদন:

এআইএফএফ-এর আবেদন:

এআইএফএফ-এর পক্ষ থেকে আবেদন করা হয়েছে যাতে এআইএফএফ-এর দৈনন্দিন কাজ পরিচালিত হয় এআইঅফএফ-এর নির্বাচিত নতুন কমিটি দ্বারা। কোনও তৃতীয় পক্ষের মাধ্যমে কোনও ভাবেই যেন সেটা পরিচালিত না করা হয়। এখানে তৃতীয় পক্ষ বলতে সিওএ-কেই বোঝানো হয়েছে। এবং এই কারণেই কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটারের মেয়াদ শেষ করা উচিৎ।

কেন্দ্রের পক্ষ থেকে সাওয়াল জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "সমগ্র দেশ এবং ফুটবল খেলোয়াড়দের কাছে এআইএফএফ-এর নির্বাসন বিপর্যয়কর।"

এআইএফএফ-কে নির্বাসন:

এআইএফএফ-কে নির্বাসন:

ভারতীয় ফুটবল বা এআইএফএফ-কে নির্বাসিত করার কারণ হিসেবে 'তৃতীয় পক্ষের হস্তক্ষেপ' দেখিয়েছে। এআইএফএফকে নির্বাসিত করার সময়ে ফিফা জানিয়েছিল, এই পরিস্থিতিতে পরিকল্পনা অনুযায়ী অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োনের কথা থাকলেও বর্তমান অবস্থায় সেটা সম্ভব নয়।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ এনে ভারতীয় ফুটবলকে ১৬ অগস্ট নির্বাসিত করে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ফিফার আইনে স্পষ্ট ভাবে বলা রয়েছে ফিফা স্বীকৃত প্রতিটি দেশের ফুটবল সংস্থা হবে স্ব-শাসিত। এই সংস্থায় কোনও হস্তক্ষেপ থাকবে না, সরকার বা কোনও তৃতীয় পক্ষের।

ফিফার পক্ষ থেকে বলা হয়, "পরিকল্পনা অনুযায়ী ১১-৩০ অক্টোবর ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও আপাতত তা হওয়ার সম্ভাবনা নেই। টুর্নামেন্টের বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে তা খাতিয়ে দেখছে ফিফা। ভারতের ক্রীড়ামন্ত্রকের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে ফিফা এবং তারা আশাবাদী এর সঠিক পথ খুঁজে বের করা সম্ভব হবে।"

কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-কে ক্ষমতাহীন করার আর্জি:

কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-কে ক্ষমতাহীন করার আর্জি:

সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্র আবেদন জানিয়েছে যাতে সিওএ-এর মেয়াদ শেষ করা হয় এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের দৈনন্দিন কাজ কর্ম যাতে এআইএফএফ-এর অ্যামিনিস্ট্রেশন দেখাশোনা করে, কার্যনির্বাহী সচিব সুনন্দ ধরের নেতৃত্বে। পাশাপাশি শীর্ষ আদালতকে নির্বাচন দ্রুত করানোর আবেদনও করে কেন্দ্র। এআইএফএফ-এর নির্বাসন কাটিয়ে উঠে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ যাতে ভারতের মাটিতেই আয়োজন করা যায় তার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।

সংবিধানে সংশোধন:

সংবিধানে সংশোধন:

ফিফ এবং এএফসি-র গাইডলাইন এবং সেই সকল ক্লজকে মাথায় রেখে যাতে এআইএফএফ-এর সংবিধান পরিমার্জিত করা হয় তার জন্যও অনুরোধ করা হয়েছে। এআইএফএফ-এর জেনারেল অ্যাসেম্বলির মান্যতাতেই যাতে সেটি নির্দিষ্ট করা হয় কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া।

ছয় মাসে তিনবার, ফের প্রজ্ঞানন্দর বিরুদ্ধে বিধ্বস্ত বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনছয় মাসে তিনবার, ফের প্রজ্ঞানন্দর বিরুদ্ধে বিধ্বস্ত বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন

English summary
AIFF urge supreme court for fresh election and revision of constitution. All India Football Federation proposed that its administration and management should be conducted by a duly elected body but not in any case by a third party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X