For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের আইএসএল সম্ভাবনা নিয়ে কী বললেন ফেডারেশন সচিব

ইস্টবেঙ্গলের আইএসএল সম্ভাবনা নিয়ে কী বললেন ফেডারেশন সচিব

  • |
Google Oneindia Bengali News

করোনা সংকটে ভারতীয় ফুটবলে খেলা শুরু নিয়ে সংশয়। যার মধ্য়ে ইস্টবেঙ্গল এবছর আইএসএল খেলবে কিনা, সেই নিয়ে বড় প্রশ্ন দেখা গিয়েছে। এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আসন্ন আইএসএলে খেলতে চলেছে মোহনবাগান। যার পর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও এবছর আইএসএল খেলবে বলে জানানো হয়েছিল। ভাইরাস সংকটে এখন যদিও স্পনসর খুঁজে উঠতে না পারায় ইস্টবেঙ্গলের আইএসএল স্বপ্ন এখন বিশ বাঁও জলে।

ফেডারেশেনের কী মত

ফেডারেশেনের কী মত

সর্বভারতীয় ফুটবল ফেডারশনের সচিব কুশল দাস অবশ্য মনে করছেন, 'তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেই নয়া লিগে খেলতে আসুক ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল ও আইএসএল প্রসঙ্গে কুশল দাস যা বললেন

ইস্টবেঙ্গল ও আইএসএল প্রসঙ্গে কুশল দাস যা বললেন

ইস্টবেঙ্গল ও আইএসএল প্রসঙ্গে সচিব কুশল দাস বলেন, 'ইস্টবেঙ্গল আইএসএল খেলুক আমরাও তাই চাই। এবছর যদি যাবতীয় নিয়ম-কানুন পালন করতে তারা অক্ষম হয়, সেক্ষেত্রে পরের বছর তারা নিশ্চয়ই আইএসএল খেলবে। আর্থিক স্বাচ্ছন্দ্য পাওয়ার পর ইস্টবেঙ্গল আইএসএল খেলুক ব্যক্তিগতভাবে আমি এটাই চাই।'

ফেডারেশনকে ফোন মুখ্যমন্ত্রীর

ফেডারেশনকে ফোন মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত ইস্টবেঙ্গল এবছর যাতে আইএসএলে খেলতে পারে, সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায় ফোনে ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলেছেন। যা নিয়ে প্রশংসায় বিরোধী দলনেতা সূজন চক্রবর্তী মমতাকে চিঠি দিয়ে লাল-হলুদ ক্লাবকে আইএসএলে খেলতে দেখতে চান বলে মন্তব্য করেন।

ফেডারেশনে অন্দরে কী খবর

ফেডারেশনে অন্দরে কী খবর

যদিও শোনা যাচ্ছে, রাজনৈতিক চাপ তৈরি করে ইস্টবেঙ্গলের আইএসএল খেলতে চাওয়াকে ফেডারেশন একেবারেই ভালো চোখে দেখছে না। পরবর্তে অন্য দলগুলির মতো আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে ক্লাব আইএসএল খেলুক চাইছে ফেডারেশন।

করোনা ধাক্কায় বিদেশিহীন আই লিগ-আইএসএলের সম্ভাবনা, ফেডারেশনের ইঙ্গিতকরোনা ধাক্কায় বিদেশিহীন আই লিগ-আইএসএলের সম্ভাবনা, ফেডারেশনের ইঙ্গিত

English summary
aiff secretary kushal das comments of chance of east bengals to play isl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X