For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Women’s Asian Cup: ভারতীয় দলকে পেপটক ফেডারেশন সভাপতির, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেই থাকছে আর্থিক পুরস্কার

ভারতীয় দলকে পেপটক ফেডারেশন সভাপতির, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেই থাকছে আর্থিক পুরস্কার

Google Oneindia Bengali News

এফসি মহিলা এশিয়ান কাপে নামার আগে মহিলা ফুটবল দলকে চাঙ্গা করতে বোনাসের ঘোষণা করলেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি প্রফুল্ল পটেল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় দলের মহিলা ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রফুল্ল।

AFC Women’s Asian Cup: ভারতীয় দলকে পেপটক ফেডারেশন সভাপতির, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেই থাকছে আর্থিক পুরস্কার

টুর্নামেন্টের উদ্বোধনী দিন ইরানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগে বুধবারের সাক্ষাতে পটেল বলেন, "চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে চাই আমি। দেশের মাটিতে এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজন করছি আমরা। এর থেকে খুশির মুহূর্ত আমাদের কাছে আর হতে পারে না।"

এআইএফএফএ সভাপতি তথা ফিফা কাউন্সিল মেম্বর ঘোষণা করেন যদি ব্লু টাইগ্রেস'রা এএফসি মহিলা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে তা হলে গোটা দলকে বোনাস দেওয়া বলে। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্তার কথায়, "আমরা সকলেই প্রার্থনা করি যাতে তোমরা ভাল খেলতে পারো এবং আশা করি তোমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। আমরা তোমাদের আর্থিকভাবে পুরস্কৃত করব যদি এমনটা করতে পারো। তোমরা যদি এমনটা করতে পারো তা হলে সেটা আমাদের প্রত্যেকের জন্য গর্বের মুহূর্ত হবে।"

আয়োজক দেশ হিসেবে এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে সুযোগ পেয়েছে ভারত। গ্রুপ-'এ'তে রয়েছে ভারতীয় দল। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে ইরান, চাইনিজ তাইপে এবং চিন। ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত (২০ জানুয়ারি), ভারতের পরবর্তী ম্যাচ চাইনিজ তাইপের (২৩ জানুয়ারি)বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ টিম ইন্ডিয়া মুখোমুখি হবে চিনের (২৬ জানুয়ারি)। এই বৈঠকে প্রফুল্লর পাশাপাশি উপস্থিত ছিলেন এআইএফএফ-এর সচিব কুশল দাস এবং সহ-সচিব অভিষেক যাদব।

প্রথম ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে ভারতের মেয়েরা নামার আগে তাঁদের মনোবল বাড়ালে প্রফুল্ল পটেল বলেন, "ইরান ভাল দল কিন্তু তোমরা ওদের অতীতে হারিয়েছ। তোমাদের শুধু আত্মবিশ্বাসী হতে হবে। আমি নিশ্চিত তোমরা নিজেদের একশো শতাংশ দেবে ইরানের বিরুদ্ধে। মহিলা এশিয়ান কাপের জন্য আমরা তোমাদের সেরা ট্রেনিং এবং পরিচিতি দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেছি।"

২০২১-এ এক্সপোজার ট্যুরের অঙ্গ হিসেবে মোট ছয়টি দেশে ভ্রমণ করেছে ভারতীয় মহিলা দল। এই তালিকায় রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ ব্রাজিলও। লাতিন আমেরিকার দেশটি ছাড়াও সুইডেন, উজবেকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহারিনে ট্যুর করেছে টিম ইন্ডিয়া। এ দিনের সৌজন্য সাক্ষাতে প্রফুল্ল আরও বলেন, "গোটা দেশ গ্যালারিতে উপস্থিত থেকে তোমাদের দেখতে চেয়েছিল কিন্তু পরিস্থিতির কারণে তারা প্রত্যেকে তোমাদের খেলা দেখার জন্য নজর রাখবে টিভি'র পর্দায়। আমি নিজে অবশ্য উপস্থিত থাকব তোমাদের উৎসাহ দিতে।"

English summary
AIFF President Praful Patel interacts with India women football team before the start of AFC Women’s Asian Cup. He congratulated the girls for making it to the final squad. He also announced a bonus to the players if they could make it to the quarterfinal of the tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X