For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রাসরুট থেকে ফুটবলার তুলে আনায় জোর,বিশেষ পরিকল্পনা ইস্ট-মোহনকে নিয়ে,স্পষ্ট বার্তা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের

গ্রাসরুট থেকে ফুটবলার তুলে আনায় জোর,বিশেষ পরিকল্পনা ইস্ট-মোহনকে নিয়ে,স্পষ্ট বার্তা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের

Google Oneindia Bengali News

একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। দীর্ঘ সময় ভারতীয় ফুটবলকে কুক্ষিগত করে রাখা প্রফুল প্যাটেল, কুশল দাসদের জমানার ইতি ঘটিয়ে সুষ্ঠ নির্বাচনের মধ্যে নিয়ে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। সচিব পদে এসেছেন সাজি প্রভাকরণ।

গ্রাসরুট থেকে ফুটবলার তুলে আনায় জোর,বিশেষ পরিকল্পনা ইস্ট-মোহনকে নিয়ে,স্পষ্ট বার্তা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের

দেশের ফুটবলের শীর্ষ পদে নির্বাচিত হওয়ার পর ভারতীয় ফুটবলের মক্কায় বৃহস্পতিবার প্রথম সাংবাদিক সম্মেলন করলেন কল্যাণ। এ দিন শহরের এক পাঁচ তারা হোটেলে আয়োজিত সংবাদিক সম্মেলনে কল্যাণ চৌবে যুব দল, জাতীয় দল, মহিলা ফুটবল, ইয়ুথ ডেভেলপমেন্ট, সবকিছু নিয়েই খোলামেলা উত্তর দিলেন এমনিতে নির্বাচিত হওয়ার দিনই তিনি জানিয়েছিলেন ১০০ দিনের মাথায় ভারতীয় ফুটবলের নতুন রোডম্যাপ প্রকাশ করবেন।

কল্যাণ এ দিন মূলত জোর দিয়েছেন নারী ফুটবলের বিকাশ এবং গ্রাস রুট থেকে ফুটবলার তুলে আনার উপর। তিনি বলেছেন, "সাইয়ের সঙ্গে মিলে আমরা ভারতে অনূর্ধ্ব -১৭ মেয়েদের লিগ চালু করতে চলেছি। মহিলাদের লিগে খেলা ফুটবলারদের জন্য একটা ন্যূনতম স্যালারি ক্যাপ স্থির করা হবে। পুরুষ এবং মহিলাদের ফুটবলে বেতনের খুব বেশি পার্থক্য থাকা উচিৎ নয়। একটা সামঞ্জস্য আনার চেষ্টা করা হবে।"

পাশাপাশি গ্রাসরুট থেকে ফুটবলার তুলে আনার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর। কল্যাণ জানিয়েছেন, তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে কেন্দ্রের শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ফেডারেশনের তরফে। কেন্দ্রীয় সরকারের ১৬ লক্ষ স্কুল রয়েছে এবং সেই স্কুলগুলিতে এক পূর্ণ মাপের ফুটবল গ্রাউন্ড থাকলে এবং একজন করে লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষককে যদি স্কুলগুলির সঙ্গে জুড়ে দেওয়া যায় তা হলে ৬ বছর বয়স থেকেই ফুটবলে হাতেখড়ি হয়ে যাবে।

এই সবের পাশাপাশি ভারতীয় ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়েও যে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে জানিয়েছেন কল্যাণ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "দুই প্রধানের বিরাট জনসমর্থন রয়েছে। ওদের যত জন সমর্থক, তত জনসংখ্যা বোধ হয় অনেক দেশেই থাকে না। আমি নিজেও দুই প্রধানে খেলেছি। এটা বলাই যায়, দুই প্রধানের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে আমাদের। তবে আমরা দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আমাদের কাছে দুই প্রধানের যেমন গুরুত্ব, তেমনই এরিয়ান বা ভ্রাতৃ সঙ্ঘেরও গুরুত্ব রয়েছে। সবার দিকটাই আমাদের ভেবে চলতে হবে।"

বেশ কিছু প্রতিযোগীতা বন্ধ হয়ে গিয়েছে। ফেডারেশন কাপের মতো ঐতিহ্যশালী প্রতিযোগীতা আজ আর হয় না। রোভার্স কাপও স্তব্ধ দীর্ঘ দিন। কল্যাণ জানিয়েছেন তিনি চেষ্টা করবেন এই সব প্রতিযোগীতাকে আবার স্ব-মহিমায় ফিরিয়ে আনার। পাশাপাশি সন্তোষ ট্রফি আরও ভাল ভাবে আয়োজন করা হবে জানিয়েছেন তিনি।

Neeraj Chopra: আবারও দেশের মুখ উজ্জ্বল করলেন নীরজ, ঐতিহ্যশালী ডায়মণ্ড লিগে হলুদ পদক জয় সোনার ছেলেরNeeraj Chopra: আবারও দেশের মুখ উজ্জ্বল করলেন নীরজ, ঐতিহ্যশালী ডায়মণ্ড লিগে হলুদ পদক জয় সোনার ছেলের

English summary
AIFF president Kalyan Choubey wants to focus on Grassroot development. Apart from that he have vision for the development of Women's football in the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X