For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছয় সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আই লিগ

ছয় সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আইছয় সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আই লিগ লিগ

Google Oneindia Bengali News

অন্তত ছয় সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আই লিগ। অংশ গ্রহণকারী প্রতিটি ক্লাব এবং এআইএফএফ যৌথ সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

ছয় সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আই লিগ

সোমবার ২০২০-২১ মরসুমের আই লিগ কোনও পথে এগবে, দেশের এক সময়ে শীর্ষ লিগের ভবিষ্যৎ কী তা ঠিক করতে এ দিন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সুব্রত দত্তের নেতৃত্বে আলোচনায় বসেছিল এআইএফএফ-এর লিগ কমিটি।
সপ্তাহের প্রথম কাজের দিন সুব্রত দত্ত ছাড়াও ভিডিও কনফারেন্সে এই বৈঠকে উপস্থিত ছিলেন চিরাগ তান্না, রোচাক ল্যাঙ্গার, লালঘিংলোভা মার। এছাড়া গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিয়েছিলেন এআইএফএফ-এর সাধারণ সম্পাদক কুশল দাস, লিগ সিইও সুনন্দ ধর, সিওও স্বাথী কোঠারি এবং গুরিসিমরন ব্রার।

আই লিগ ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়ার প্রস্তাব আসে এআইএফএফ-এর স্পোর্টস মেডিক্যাল কমিটি'র সদস্য পদ্মশ্রী ডাঃ হর্ষ মহাজনের থেকে। ক্লাবগুলিকে তিনি জানিয়েছেন, দেশজুড়ে ক্রমাগত কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গল সরকার নতুন কোভিড বিধি আরোপ করেছে এবং এআইএফএফ ফুটবলার এবং অফিসিয়ালদের শরীর-স্বাস্থ্য নিয়ে কোনও প্রকার ঝুকি নিতে চায় না। এর পরই তিনি ছয় সপ্তাহ লিগ স্থগিত করার পরামর্শ দেন। এর পরই লিগকে স্থগিত রাখার সিদ্ধান্তে শিলমোহর পড়ে এই বৈঠকে। ফের চার সপ্তাহ পর আবারও নিজেদের মধ্যে রিভিউ মিটিং-এ বসবে লিগ কমিটি।

এর আগে জৈব সুরক্ষা বলয়ে ভেঙে যাওয়ার কারণে এক সপ্তাহ স্থগিত হয়ে গিয়েছিল আই লিগ। গত সপ্তাহে আট জন ফুটবলার এবং তিন জন আধিকারিক এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে পাঁচ জন ফুটবলার এবং তিন জন অফিসিয়াল ছিল রিয়াল কাশ্মীরের। আইজল এফসি, শ্রীনিধি ডেকন ডেকান এফসি এবং আইজল এফসির এক জন করে ফুটবলার কোভিড আক্রান্ত হন। বিশ্বস্থ সূত্রের খবর অনুযায়ী এই এক সপ্তাহে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫০।

২০২০-২১ মরসুমে মোট ১৩টি দল অংশগ্রহণ করেছে আই লিগে। কল্যাণী স্টেডিয়াম, মোহনবাগান মাঠ এবং নৈহাটি স্টেডিয়াম-এইটি স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এ বারের আই লিগ।

English summary
Depending on the rising case of Covid 19, AIFF postponed I League for next six weeks. Participating clubs unanimously support the decision taken by AIFF League committee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X