For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুন পুরস্কারের জন্য কোন দুই ফুটবলারের নাম মনোনয়ন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

অর্জুন পুরস্কারের জন্য কোন দুই ফুটবলারের নাম মনোনয়ন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

  • |
Google Oneindia Bengali News

অর্জুন পুরস্কারের জন্য সন্দেশ ঝিঙ্ঘান ও বালা দেবীকে মনোনীত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবল দলে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন সন্দেশ ঝিঙ্ঘান।

মহিলা ফুটবল থেকে মনোনীত বালাদেবী

মহিলা ফুটবল থেকে মনোনীত বালাদেবী

ঝিঙ্ঘানের সঙ্গে মহিলা ফুটবল দলের স্ট্রাইকার বালা দেবীকে মনোনীত করা হয়েছে। দু'জনের নাম মনোনীত করে পাঠিয়ে দিয়েছে ফেডারেশন।

ফেডারেশনের বক্তব্য

ফেডারেশনের বক্তব্য

এআইএফএফের সচিব কুশল দাস দুই ফুটবলারের মনোনয়ন নিয়ে বলেন, 'ধারাবাহিক প্রদর্শনের দিকে নজর রেখেই অর্জুন পুরস্কারের জন্য সন্দেশ এবং বালা দেবীর নাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে দুই ফুটবলারের কৃতিত্বের পাশাপাশি ধারাবাহিকতার কারণে এই পুরস্কারের জন্য ঝিঙ্ঘান ও বালা দেবী বিবেচিত হয়েছেন।

ভারতীয় ফুটবলে সন্দেশ ঝিঙ্ঘান অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার

ভারতীয় ফুটবলে সন্দেশ ঝিঙ্ঘান অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার

সুনীল ছেত্রীর পর ভারতীয় ফুটবলে সন্দেশ ঝিঙ্ঘান অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। সিকিম ইউনাইটেডে ভাইচুং ভুটিয়া ও রেনডি সিংয়ের সঙ্গে খেলে নিজেকে তৈরি করেছেন সন্দেশ।

 আন্তর্জাতিক ফুটবলে ঝিঙ্ঘানের অভিষেক

আন্তর্জাতিক ফুটবলে ঝিঙ্ঘানের অভিষেক

এরপর ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ভারতের হয়ে অভিষেক। দেশের জার্সিত গায়ে চাপানোর পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

অধিনায়ক সন্দেশ

অধিনায়ক সন্দেশ

জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে নিজের ফুটবল দিয়ে মুগ্ধ করেছিলেন সন্দেশ। যেকারণে সুনীল ছেত্রীর অবর্তমানে সন্দেশ জিঙ্ঘানকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিলেন কনস্ট্যান্টাইন। দেশের হয়ে বেশ কয়েকটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্লাব ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেন ঝিঙ্ঘান।

ইতিহাস তৈরি করেছেন বালাদেবী

ইতিহাস তৈরি করেছেন বালাদেবী

অন্য দিকে ভারতীয় ফুটবলে দৃষ্টি আকর্ষণ করেছেন বালা দেবী। এই বছরের শুরুর দিকে, ৩০ বছর বয়সী মণিপুরী প্রখ্যাত স্কটিশ উইমেন প্রিমিয়ার লিগের দল রেঞ্জার্স এফসির সঙ্গে ১৮ মাসের চুক্তিতে স্বাক্ষর করে ইতিহাস তৈরি করেছিলেন।

English summary
AIFF Nominates footballers Sandesh Jhingan and Bala Devi For Arjuna Award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X