For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এআইএফএফ নির্বাচন সেপ্টেম্বরের গোড়াতেই, চলতি সপ্তাহে উঠছে ফিফার ব্যান?

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্ট এআইএফএফের প্রশাসকমণ্ডলীকে নিষ্ক্রিয় করেছে গতকালই। তাতে উজ্জ্বল হয়েছে ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফার নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনাও। ফেডারেশনের নতুন কমিটি গঠনের জন্য এআইএফএফ নির্বাচন যে আগামী রবিবার হওয়ার কথা ছিল তা সপ্তাহখানেক পিছিয়ে দেওয়া হয়। অবশেষে চূড়ান্ত হয়ে গেল নতুন নির্বাচনের দিন।

নির্বাচনের দিন চূড়ান্ত

নির্বাচনের দিন চূড়ান্ত

রিটার্নিং অফিসার জানিয়েছেন, এআইএফএফের নির্বাচন হবে সেপ্টেম্বরের ২ তারিখ। অগাস্টের ২৫ তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকেই নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিতে হবে। ইতিমধ্যেই অনেকে ২৮ অগাস্ট নির্বাচন ধরে নির্ধারিত সময়সীমার মধ্যেই বিভিন্ন পদে লড়ার জন্য মনোনয়ন পেশ করেছিলেন। সভাপতি পদে মনোনয়ন জমা পড়েছিল ৭ জনের।

নতুন বিজ্ঞপ্তি জারি

নতুন বিজ্ঞপ্তি জারি

তবে এবার যে নির্বাচন হবে তাতে ভোটাধিকার থাকছে না প্রাক্তন ফুটবলারদের। নির্বাসন তোলার ব্যাপারে ফিফা যে সব শর্ত বা নির্দেশিকা দিয়েছিল তার সবগুলিই মেনে নেওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সামনে আসার পরই রিটার্নিং অফিসার উমেশ সিনহা ফেডারেশনে নির্বাচনের নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন। যাঁরা নির্বাচনে লড়তে ইচ্ছুক তাঁদের মনোনয়ন বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই জমা করতে হবে। স্ক্রুটিনি হবে রবিবার। যদি কোনও বৈধ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চান তাহলে তা করা যাবে সোমবার বা ২৯ অগাস্টের মধ্যেই।

সেপ্টেম্বরের গোড়াতেই

সেপ্টেম্বরের গোড়াতেই

রিটার্নিং অফিসার এরপর বৈধ প্রার্থীদের নামের তালিকা অগাস্টের ৩০ তারিখ ফেডারেশনের ওয়েবসাইটে দিয়ে দেবেন। দিল্লিতে ফেডারেশনের প্রধান কার্যালয়েই ২ সেপ্টেম্বর হবে নির্বাচন। ওই দিন কিংবা তার পরের দিন হবে ফল ঘোষণা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতকে অগাস্টের ১৫ তারিখ নির্বাসিত করেছে ফিফা। যদিও ফিফার গভর্নিং বডির ইচ্ছাকে মান্যতা দিয়ে নির্বাচনের বন্দোবস্ত করতে একেবারেই সময় নষ্ট করা হচ্ছে না।

সভাপতির দৌড়ে এগিয়ে কল্যাণ?

পরবর্তী এআইএফএফ সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন ভারতীয় গোলকিপার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে। মনে করা হচ্ছে, তিনি ফের মনোনয়ন দাখিল করবেন। গুজরাতের রাজ্য ফুটবল সংস্থা থেকে তিনি আগের বিজ্ঞপ্তি অনুসারে মনোনয়ন জমা দিয়েছিলেন। বিজেপি-শাসিত অন্য রাজ্যের ফুটবল সংস্থার সমর্থনও তিনি আদায় করে নেবেন বলে সূত্রের খবর। ভাইচুং ভুটিয়া মনোনয়ন দাখিল করেছিলেন প্রাক্তন ফুটবলার হিসেবে। পাহাড়ি বিছে যদি সভাপতি পদে লড়াই করতে চান তাহলে এবার তাঁকে কোনও রাজ্য সংস্থা থেকে এসে মনোনয়ন জমা দিতে হবে। এরই মধ্যে জল্পনা চলছে, ফিফার নির্দেশিকা মেনে যে নির্বাচন প্রক্রিয়া চলছে এবং প্রশাসকমণ্ডলীকে সরিয়ে দেওয়া হয়েছে তাতে ভারতের ফুটবলের উপর থেকে নির্বাসন চলতি সপ্তাহেও ফিফা তুলে নিতে পারে। যা স্বস্তির হাওয়া আনবে এটিকে মোহনবাগান শিবিরে।

সৌরভের ম্যাচ-সহ লেজেন্ডস লিগে ৩টি খেলা কলকাতায়, কোন শহরগুলি কাঁপাবেন প্রাক্তন তারকারা?সৌরভের ম্যাচ-সহ লেজেন্ডস লিগে ৩টি খেলা কলকাতায়, কোন শহরগুলি কাঁপাবেন প্রাক্তন তারকারা?

English summary
AIFF Elections Will Be Held On September 2. Fresh Nominations To Be Filed From Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X