For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্দেশকে কড়া হুঁশিয়ারি ফেডারেশনের, কোনও ক্রমে এই যাত্রায় রক্ষা পেলেন এটিকে মোহনবাগানের ডিফেন্ডার

সন্দেশকে কড়া হুঁশিয়ারি ফেডারেশনের, কোনও ক্রমে এই যাত্রায় রক্ষা পেলেন এটিকে মোহনবাগানের ডিফেন্ডার

Google Oneindia Bengali News

এটিকে মোহনবাগানের ডিফেন্ডার সন্দেশ ঝিংঘানকে কড়া হুঁশিয়ারি দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। গত মাসে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের পর যে ভাবে মহিলাদের অপমানিত করে মন্তব্য করেছেন সন্দেশ তা একেবারেই ভাল ভাবে নেয়নি দেশের ফুটবল মহল। অপমানজনক মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। ক্রমাগত কোনঠাসা হয়ে শেষ পর্যন্ত ভি়ডিও বার্তায় ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন ভারতীয় দলের এই ডিফেন্ডার।

সন্দেশকে কড়া হুঁশিয়ারি ফেডারেশনের, কোনও ক্রমে এই যাত্রায় রক্ষা পেলেন এটিকে মোহনবাগানের ডিফেন্ডার

শুধু ক্রীড়াপ্রেমীরাই নন, সন্দেশ ঝিংঘানের এই আচরণকে একেবারেই ভাল ভাবে নেয়নি সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, "সোশ্যাল মিডিয়ায় প্লেয়ার যে ক্ষমা প্রার্থনা করেছেন তা বিচার করেছে আইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি। কমিটির তরফ থেকে এ-ও জানানো হয়েছে, এই ঘটনা যদি ফের ঘটে তা হলে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট ফুটবলারকে।"

কেরল ব্লাস্টার্সের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র করার পর এটিকে মোহনবাগানের ইনস্টাগ্রাম পেজে আপলোড করা ভিডিও-এ সন্দেশের মুখে শোনা গিয়েছিল, "মেয়েদের সঙ্গে ম্যাচ খেলে এসেছি, মেয়েদের সঙ্গে।" এর পরই ক্রীড়া অনুরাগীদের ক্ষোভের মুখে পড়েন সন্দেশ। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে সন্দেশের এই আচরণের কথা প্রকাশিত হয়েছিল বিদেশি সংবাদমাধ্যমগুলিতেও। পরিস্থিতির গম্ভীরতা অনুভব করে ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে তিনি বলেন, "আমি জানি অনেক কিছু ঘটে গিয়েছে। আমার তরফ থেকে বিচারে ত্রুটি ছিল। উত্তেজনার মুহূর্তে আমি এমনটা বলে ফেলেছিলাম। এটা ভুল এবং এটার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আমার এবং আমার পরিবারের পাশাপাশি অনেক মানুষের মাথা হেট করে দিয়েছি আমি। যেটা আমি ইতিমধ্যেই করে ফেলেছি তা মুছে ফেলতে পারবো না। তবে, অবশ্যই এর থেকে আমি শিক্ষা নিয়েছি। এক জন ভাল মানুষ হয়ে ওঠার চেষ্টা করবো। অন্যদের কাছে উদাহরন হয়ে ওঠার চেষ্টা করবো।"

আইএসএল-এর টেবলে তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার (৩ মার্চ) চেন্নাইয়ান এফসি'র বিরুদ্ধে ম্যাচ আছে এটিকে এমবির। গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। চেন্নাইয়ার ম্যাচ ধরে এটিকে মোহনবাগানের হাতে এখনও গ্রুপ পর্বে দু'টি ম্যাচ রয়েছে। দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলবে রয় কৃষ্ণ, সন্দেশ ঝিংঘানরা। অপর দিকে, চেন্নাইয়ান এফসি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তারা লিগ তালিকার আট নম্বরে রয়েছে।

English summary
AIFF Disciplinary Committee has issued a 'stern warning' to ATK Mohun Bagan player Sandesh Jhingan for his comments made ISL match against Kerala Blasters FC, last month.The AIFF body took into account the apology tendered by the player on social media. The Committee has also communicated any repetition will entail exemplary penal actions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X