For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগের সূচি ঘোষণা করল এআইএফএফ, জেনে নিন কোন দিন নামছে মহামেডান

আই লিগের সূচি ঘোষণা করল এআইএফএফ, জেনে নিন কোন দিন নামছে মহামেডান

Google Oneindia Bengali News

আসন্ন আই লিগের সূচি ঘোষণা করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আই লিগের পঞ্চদশ সংস্করণ। বক্সিং ডে অর্থাৎ ২০২১-২২ আই লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ান অ্যারোজ এবং ট্রাউ এফসি। ম্যাচটি আয়োজিত হবে মোহনবাগান মাঠে।

আই লিগের সূচি ঘোষণা করল এআইএফএফ, জেনে নিন কোন দিন নামছে মহামেডান

মোট ১৩টি দল অংশ নেবে এবারের আই লিগ। গত বারের তুলনায় যা বেশি। দল সংখ্যা বাড়লেও মাঠের সংখ্যা বাড়াতে ব্যর্থ হয়েছে এআইএফএফ। মোহনবাগান মাঠ ছাড়া কল্যাণী স্টেডিয়াম এবং নৈহাটি স্টেডিয়াম'কে ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে। ময়দানে মোহনবাগান মাঠ নিয়ে সমস্যা না হলেও অপর দু'টি স্টেডিয়াম দুই প্রান্তে। ফলে প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্র্যাটেজি তৈরি করা বা অনুশীলনে ভ্যারিয়েশন আনার পাশাপাশি যাতায়াতের ধকল কী ভাবে নিয়ন্ত্রণ করবে দলগুলির কোচ তার উপর অনেকটাই সাফল্য নির্ভর করবে আই লিগের সাফল্য।

গতবারের মতো এ বারও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই আই লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। অংশগ্রহণকারী দলগুলির ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ রেফারি, অফিসিয়াল'দের মোট চারটি হোটেলে ভাগ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফএ।

২০২১-২২ আই লিগের সূচি ঘোষণার দিন ফেডারেশনের লিগ কমিটি'র সিইও সুনন্দ ধর বলেছেন, "ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এআইএফএফ-ই প্রথম যারা প্রথম জৈব সুরক্ষা বলয়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করে।" এ বার আই লিগে তিনটি নতুন দল'কে দেখা যাবে শ্রীনিধি ডেকান এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি আগেই জায়গা নিশ্চিত করেছিল। অপর দল কেনক্রি এফসি'র কাছে সুযোগ চলে আসে চেন্নাই সিটি এফসি সময় মতো ক্লাব লাইসেন্সিং-এর শর্তপূরণ করতে না পারায়।

কলকাতায় আয়োজিত হতে চলা আই লিগে বাংলার একমাত্র দল হিসেবে অংশ নেবে মহামেডান স্পোর্টিং। চলতি মরসুমে দুরন্ত ছন্দে রয়েছে মহামেডান। অল্পের জন্য ডুরান্ড কাপ হাতছাড়া হলেও দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে কলকাতা লিগ জিতেছে সাদা-কালো ব্রিগেড, যা নিঃসন্দেহে আই লিগে আত্মবিশ্বাস জোগাবে গোটা দলকে। ইতিমধ্যে নয়া বিদেশি সই করিয়েছে লাল সরণীর ক্লাব।

দীর্ঘদিন পর মহামেডানে ইনভেস্টমেন্টের জন্য লাইন লাগিয়েছে স্পনসর'রা। যার নির্যাস, মাঠের মধ্যে যেমন আন্দ্রে চেরনিশোভে'র তত্ত্বাবধানে তৈরি হচ্ছেন ফুটবলাররা, তেমনই মাঠের বাইরে মেগা শো-এর আগে নতুন স্পনসর এনে দল'কে বাইরে থেকে চাঙ্গা করছে ম্যানেজমেন্ট। লিগে প্রথম ম্যাচ সাদা-কালো ব্রিগেড খেলবে ২৭ ডিসেম্বর নৈহাটি স্টেডিয়ামে সুদেভা এফসি'র বিরুদ্ধে।

English summary
AIFF announced the schedule of I League 2021-22. Like previous year I League will be organized in Kolkata. First match will be played on Mohun Bagan Ground.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X